13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ান ছিটমহল কালিনিনগ্রাদে পণ্য পরিবহনে লিথুয়ানিয়ার ট্রানজিট নিষেধাজ্ঞা

Link Copied!

লিথুয়ানিয়া প্রেসিডেন্ট গিতানাস নওসেদা জানিয়েছেন, রাশিয়ান ছিটমহল কালিনিনগ্রাদে পণ্য পরিবহনে লিথুয়ানিয়ার ট্রানজিট নিষেধাজ্ঞার জবাবে রাশিয়া যদি আঞ্চলিক পাওয়ার গ্রিড থেকে দেশটির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, তাহলে লিথুয়ানিয়া প্রস্তুত থাকবে।

তবে কোনো সামরিক সংঘর্ষের আশঙ্কা করছেন না তিনি।

লিথুয়ানিয়া রেলপথে রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে পণ্য পরিবহণ বন্ধ করে দেওয়ার পর মঙ্গলবার ক্রেমলিন লিথুয়ানিয়াকে সতর্ক করে।

পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাতরুশেভ বলেন, লিথুয়ানিয়া যে কাজ করেছে তার জন্য ভোগান্তি পোহাতে হবে লিথুয়ানিয়ার জনগণকে। কারণ রাশিয়া কঠোর ব্যবস্থা নেবে। লিথুয়ানিয়ার জনগণ টের পাবে কষ্টটা।

এরপরই প্রেসিডেন্ট গিতানাস নওসেদা এই মন্তব্য করেন।

http://www.anandalokfoundation.com/