13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাতের আধারে আওয়ামীলীগ নেতার বাড়ির মন্দিরের প্রতিমা ভাংচুর,ঘটনা পরিদর্শন অতিরিক্ত পুলিশ সুপার হেলাল

Link Copied!

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কাদিরদী ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক দেব প্রসাদ রায় দেবু ’র বাড়ীর পারিবারিক মন্দিরের বিভিন্ন দেবীর প্রতিমা রাতের আধারে দূবৃত্ত কর্তৃক ভাংচুরের সংবাদ পেয়ে শনিবার মন্দির পরিদর্শন করেন ফরিদপুর সদর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হেলাল উদ্দিন ভূইয়া (বিপি) , মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুুর রহমান চৌধুরী, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম

ফরিদপুর জেলা সি.আই.ডি’র এস.এম.আনোয়ার নাসিম সহ তার টিম, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বাংলাদেশ পলিট বুরে‌্যর মনোজ সাহা, বাংলাদেশ পূজা উৎযাপন কমিটির সভাপতি সুবাস সাহা সহ নেতৃবৃন্দ, বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন , মধুখালী থানার এস.আই. মোঃ ফারুক হোসেন, মহিলা নেত্রী শুকলা ভৌমিক সহ আরো অনেকে।

জানা যায় ফরিদপুরের মধুখালীতে আওয়ামী লীগ নেতার বাড়ির মন্দিরের বিভিন্ন দেব দেবীর মূর্তি রাতের আধারে ভাংচুর করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার বাগাট দাসপাড়ায় ওই আওয়ামীলীগ নেতার বাড়ির মন্দিরে এ ঘটনা ঘটে। শুক্রবার সংবাদ পেয়ে সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, জেলা পরিষদ সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কাদিরদী ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক দেব প্রসাদ রায়ের বাড়ি বাগাট দাস পাড়াতে নিজস্ব মন্দির রয়েছে। ওই মন্দিরে দূর্গাপূজা সহ বিভিন্ন পূজা উদযাপন করা হয়ে থাকে।

ওই মন্দিরে পূজা দেওয়ার জন্য বর্তমানে কালি, সরস্বতী ও লক্ষ্মী দেবীর প্রতিমা রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় দূর্বৃত্তরা কালি প্রতিমার মাথা, জিহ্বা, চার হাত, মহাদেবের মূর্তির হাত, সরস্বতী প্রতিমার মাথা, হাত, হাসের বিনা ও লক্ষ্মী প্রতিমার হাত ভেঙ্গে ফেলে রেখে যায়। জেলা পরিষদ সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক দেব প্রসাদ রায় জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে আমরা বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি।

শুক্রবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে বাড়ির সদস্যরা দেখে মন্দিরে রাখা প্রতিমা গুলোর বিভিন্ন অংশ ভাঙ্গা রয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে তারা এসে পরিদর্শন করে গেছেন। এ ব্যপারে বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন বলেন আমি সংবাদ শুনেই ঘটনাস্থলে যাই ও মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীকে অবহিত করি এবং পুলিশ প্রশাসনকে ঘটনা তদন্ত কাজে সহযোগীতা করি ।

পরিশেষে আমি এই ধর্মীয় কাজে যারা আঘাত এনেছে তাদের খুজে বের করে আইনের আওতায় এনে পুলিশ ও উপজেলা প্রশাসনের নিকট দুস্কৃতিকারীদের দৃস্টান্তমূলক শাস্তির জোর দাবী করি। মধুখালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুখেন মজুমদার বলেন, মন্দিরের মূর্তি ভাংচুরের বিষয়টির তীব্র নিন্দা জানাই। জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের

খুঁজে বের করতে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে এবং এ ব্যপারে মামলা হয়েছে মামলা নং-০৮ তাং- ০৮-০৪-২০২২ইং।

http://www.anandalokfoundation.com/