× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

শেখ মামুনুর রশিদঃ রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোখলেছুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী মৌসুমী আক্তার(৩৫)।

স্থানীয়রা জানায়,  রোববার বিকেল ৫টার দিকে বদরগঞ্জ-পার্বতীপুর রোডের ডারারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোখলেছুর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মালগাঁওয়ের শহিদুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে মোখলেছুর তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে পার্বতীপুরে যাচ্ছিলেন। এ সময় তারা ডারারপাড় এলাকায় পৌঁছালে মোখলেছুর নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত স্বামী-স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোখলেছুরকে মৃত ঘোষণা করেন। মৌসুমী আক্তারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আয়েশা সিদ্দিকা এ বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..