শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে হলফনামায় তথ্য গোপন রাখায় দায়ে বাতিল করা আট কাউন্সিলর প্রার্থীর মধ্যে সাত জনের মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা পূনরায় যাচাই বাচাই শেষে তাদের প্রার্থীতা বহাল রাখেন।
জেলা নির্বাচন রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আট জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্রে তথ্য গোপন করায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়। পরে রিটার্নিং কর্মকর্তার কাছে পূন:বিবেচনার আবেদন জানালে আপিলের শুনানি শেষে তাদের প্রার্থীতা বহাল রাখা হয়েছে । তবে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আখতারুজ্জামান বাবু আপিল না করায় তার মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল থাকে।
বহাল থাকা কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডের একরামুল হক, ২নং ওয়ার্ডের বাবলু মোহন্ত, ৪নং ওয়ার্ডে নীল কান্ত, ৫নং ওয়ার্ডে মিজানুর রহমান, রফিকুল ইসলাম ও খোকন মিয়া এবং ৭নং ওয়ার্ডে রুহুল আমিন। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় ৩১ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে আট জনের মনোনয়নপত্রে তথ্য গোপন রাখায় তাদের প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।