শেখ মামুনুর রশিদ, ব্যুরো : রংপুর জেলার আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। আর গড়ে প্রতিদিন গ্রেফতার হচ্ছেন ৫০ জন। এদের মধ্যে রয়েছে বিএনপি-জামায়ত কর্মীসহ খুন, ছিনতাই, ডাকাতি ছাড়াও সিআর ও জিআর মামলার আসামি রয়েছে।
পুলিশ কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর থেকে শুরু করে সোমবার পর্যন্ত ১০ দিনে গ্রেফতার হয়েছেন প্রায় ৫০০ জনেরও বেশি। এদের অধিকাংশই চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলায় বর্তমানে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জবাবদিহিতার মুখে প্রশ্নবৃদ্ধ পুশিশ ও প্রশাসনের কর্মকর্তারা। তাছাড়া সম্প্রতি রংপুরে জাপানি নাগরিককে হত্যার ঘটনায় পুরো জেলায় নিরাপত্তা নিয়ে সংশয় কাটেনি নগরবাসির। তাই জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। উক্ত কার্যক্রমের অংশ হিসেবে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
কাউনিয়া থানা পুলিশ সূত্র জানায়, গত রোববার বিকেলে উপজেলার মীরবাগ রামচন্দ্রপুর এলাকায় রংপুরের বেগম রোকেয়া কলেজের এক ছাত্রীর ওপর হামলা চালিয়ে তাঁর হাতব্যাগ কেড়ে নেয় ছিনতাইকারীরা। একই স্থানে গত বুধবার দুপুরে এক নারীর গলার চেইন ছিনতাই হয়।
পুলিশের গোয়েন্দা বিভাগের এসআই শরিফুল ইসলাম বলেন, সম্প্রতি রংপুরে একজন বিদেশি খুন হন। এরপর থেকেই জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিদিন গড়ে ৫০ জন করে অপরাধী গ্রেফতার হচ্ছেন। তবে, গত ১০ দিনের ব্যবধানে জেলায় প্রায় ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা সবাই ছিনতাই, চুরি, হত্যাসহ বিভিন্ন মামলার আসামি বলে তিনি দাবি করেন।
পুলিশের এ অভিযান সম্পর্কে সচেতন নাগরিক কমিটির সভাপতি মলয় কিশোর ভট্টাচার্য বলেন, এ অভিযানে এলাকায় কিছুটা স্বস্তি এলেও অভিযান বন্ধ হলেই আবার অপরাধীরা তৎপর হয়ে ওঠার শঙ্কা রয়েছে।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, সরকারের উজ্জল ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, তাই অপরাধীদের ধরতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা হয়েছে।