14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে গ্রেফতার ৪০

admin
December 6, 2015 1:09 pm
Link Copied!

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়তের তিন জন কর্মীসহ ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যস্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের পুলিশি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ মো. ফরহাদ জানান, জেলা পুলিশের অভিযানে পীরগাছা থানায় বিএনপির একজন ও মিঠাপুকুরে জামায়াতের দুই জন কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

এদিকে, বিশেষ অভিযান চলাকালীন সময়ে অন্যান্য অপরাধে জড়িত থাকার দায়ে পুলিশ আরও ৩৭ জন ওয়ারেন্ট ভুক্ত পালাতক আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও সেবন, জুয়া, হত্যাসহ সিআর ও জিআর মামলা রয়েছে।গোয়েন্দা পুলিশের ওসি মোসাব্বিরুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

http://www.anandalokfoundation.com/