13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে কৃষককে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

admin
November 26, 2015 5:52 pm
Link Copied!

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে পার্শবর্তী জমিতে গভীর নলকূপ স্থাপন নিয়ে বিরোধের জের ধরে কৃষককে পিটিয়ে হত্যা মামলার রায় প্রকাশ করা হয়েছে।  এ ঘটনায় সম্পৃক্ত থাকার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন। অতিরিক্ত পিপি এ্যাডভোকেট ফারুখ হোসেন জানান, ২০০৬ সালের ২৭ মে সকালে আসামিরা জমি এবং গভীর নলকূপের মালিকানা নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে ব্যাপক কথা কাটাকাটির এক পর্যায়ে জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় ওই নিহতের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। উক্ত মামলায় আদালত আশরাফ আলী, হোসেন আরী, রওশন মিয়া, মানিক, হামিদুল ইসলাম , নজরুল ইসলাম ও আবুল হোসেনকে যাবজ্জীবন এবং হাশেম আরী, রশিদুল ইসলাম, মতলুবুর রহমান ও রফিকুলের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এ ছাড়াও আরও ৫ জন আসামী দোষী স্বাব্যস্ত না হওয়ায়  আদালত তাদের মামলা থেকে অব্যাহতি দেন।

http://www.anandalokfoundation.com/