× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন স্বামী আটক

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

যশোর প্রতিনিধিঃ যৌতুকের কারনে গৃহবধূকে নির্যাতনে এক পর্যায় গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী শাশুরী ও সতীনের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ যৌতুক লোভী স্বামী মারুফুর রহমানকে আটক করেছে। সে সদর উপজেলার হৈবতপুর গ্রামের বর্তমানে শহরের শংকরপুর আশ্রয়ন প্রকল্প বাসিন্দা মফিজুর রহমান মফিজের ছেলে।পলাতক আসামীরা হচ্ছে,শাশুরী মনোয়ারা বেগম ও সতীন সুমি।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পুইশুব গ্রামের বর্তমানে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পাশে আসাদের বাড়ির ভাড়াটিয়া নওশের আলী শিকদারের মেয়ে হালিমা বেগম কোতয়ালি থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,৯ বছর পূর্বে মারুফুর রহমানের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর গৃহবধূ দুই সন্তানের জননী হলেও যৌতুকের টাকার জন্য নির্যাতন চালানোর এক পর্যায় যৌতুক বাবদ টাকা ও মালামাল নেয়ার পর পুনরায় যৌতুক লোভীস্বামী শাশুরী ও সতীনের কথামতো গত ৬ আগষ্ট সকাল সাড়ে ৭ টায় মারুফুর রহমানের ঘরে যৌতুক দাবি করে নির্যাতনের এক পর্যায় গলা টিপে ধরে। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসা গ্রহন করে কোতয়ালি থানায় যৌতুক আইনে এজাহার দায়ের করেন।পুলিশ যৌতুক লোভী মারুফুর রহমানকে আটক করে।


এ ক্যটাগরির আরো খবর..