নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দাবি করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
বুধবার (২৩ জুলাই ২০২৫ইং) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এই দাবি তোলা হয়।
ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, এটি শুধুমাত্র বাংলাদেশের জন্য জরুরি নয় বরং বাংলাদেশের নারী মুক্তি এবং নারী স্বাধীনতার জন্যও জরুরি। কারণ গার্মেন্টস পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নতুন করে আরোপ হলে বাংলাদেশের অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাবে এবং নারী শ্রমিকরা বেকার হবে।
অনুষ্ঠানে মাতৃকালীন ছুটির ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট বৈষম্য দূর করে গার্মেন্টসসহ প্রাইভেট খাতে ছুটি অবিলম্বে ৬ মাস চালু করার দাবি জানানো হয়।
ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ শ্রমিক নেতা আব্দুল কাদের হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন আইবিসির সাধারণ সম্পাদক বাবুল আখতার, আইবিসি যুব নেতা মো. কামরুল হাসান প্রমুখ