× Banner
সর্বশেষ
শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা শশী কাপুর ও তার পরিবার এ বছর দুর্গা পূজা যেভাবে হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আইইউটি-ডেভকন জেভি এর মধ্যে চুক্তি স্বাক্ষর

যশোর রাইটস মানবপাচার নিয়ে সাংবাদকর্মীদের সাথে শার্শায় মতবিনিময় কর্মশালা

admin
হালনাগাদ: বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬

বেনাপোল প্রতিনিধিঃ মানব পাচার প্রতিরোধে শার্শা উপজেলার নাভারন ফজিলাতুন্নেছা ডিগ্রি কলেজে রাইটস যশোর এর উদ্যেগে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্টিত হয়। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যান্ত চলে নারী – শিশু পাচার প্রতিরোধের কর্মসুচি।
নাভারন ফজিলাতুন্নেছা ডিগ্রি কলেজ এর শিক্ষক সাংবাদিক আসাদুজ্জামান এর সভাপতিত্বে রাইটস যশোর এর প্রোগ্রাম ম্যানেজার এসএম আযহারুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার ফিরোজ আলী মানব পাচার সম্পর্কে সাংবাদিকদের সাথে যশোর এর সীমান্ত দিয়ে পাচার সম্পর্কে আলোচনা করেন। এবং ভিডির মাধ্যমে পাচার সম্পর্কে এবং পাচার কারিরা বিদেশ যেয়ে কি কাজ করছে তা প্রদর্শন করেন।
নারী শিশু পাচার প্রতিরোধে আলোচনায় তারা বলেন আমাদের এখন থেকে সজাগ থাকতে হবে। ধনী গরীব যে কোন পরিবারের সদস্য পাচার হয়ে যেতে পারে। নারী শিশু পাচার করে এক শ্রেনীর মানুষ বানিজ্য করছে যা অত্যান্ত দুঃখজনক। সাধারনত যারা পাচার হচ্ছে এরা যৌন দাসত্ব বরন করছে জোর পূর্বক শ্রম, বাধ্যতা মুলক আটকিয়ে তাদের দিয়ে কাজ করানো। এছাড়া দালালরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে পাচারকারিদের অঙ্গ প্রত্যাঙ্গ বিক্রি করে মুনাফা অর্জন করছে।
আজহারুল ইসলাম বলেন আমরা সাংবাদিকদের মাধ্যমে এলাকার সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক লোকদের পত্রপত্রিকায় লিখে সচেতন করে তুলে সীমান্ত দিয়ে নারী শিশু পাচার প্রতিরোধ করতে হবে। আমাদের প্রত্যেককে স্বস্ব জায়গায় থেকে মানব পাচার বন্ধের জন্য কাজ করতে হবে। এটা মারাতœক অপরাধ। আইন অনুযায়ী পাচারকারির সর্বোচ্চ মৃত্যদন্ড হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..