× Banner
সর্বশেষ
নভেম্বর থেকে টিসিবির তালিকায় যোগ হবে আরো পাঁচ পণ্য পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে কাজ করছে সরকার ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা ও বিক্রয় নিষিদ্ধ প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকেট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের বাংলাদেশ ও এডিবির মধ্যে ঋণচুক্তি ও অনুদানচুক্তি স্বাক্ষরিত অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অন্যতম প্রধান চ্যালেঞ্জ খাদ্য অপচয় ও ক্ষতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার দুর্গাপূজা পূজা উপলক্ষে ৮ দিনে ভারতে গেল ১০২.২১৪ মেট্রিকটন ইলিশ খুলনার পাইকগাছার বহুল আলোচিত টোল মিনারুলকে এনসিপি থেকে অবাঞ্ছিত ঘোষণা বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

শার্শা প্রতিনিধি

  যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। 

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে পুলিশ জানায়, শার্শা থানাধীন শিকারপুর গ্রামস্থ শিকারপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় সামনে অভিযান পরিচালনা  করলে পুলিশের উপস্থিতি দেখে ফেনসিডিলের বস্তা ফেলে আসামিরা পালিয়ে যায়।
পলাতক আসামীরা হলেন, আতিয়ার রহমানের ছেলে শান্ত হোসেন (২৭), ও বাবু হোসেন (২৫)। উভয় থানা শার্শা যশোর।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম জানান,সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামীরা এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী তারা মাদক ব্যবসা করে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।শার্শা থানা পুলিশ পলাতক আসামীদের গ্রেফারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..