যশোরের শার্শার এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন,শার্শা থানার পান্তাপাড়া গ্রামের সদর গাজীর ছেলে শুকুর গাজী (৫২)। শনিবার(৫ এপ্রিল) ভোরে শার্শা থানাধীন পান্তাপাড়া গ্রামস্থ আসামীর নিজ বসত বাড়ি হতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
উদ্ধারকৃত মালামালের মূল্য ৯০.০০০ টাকা। এ সংক্রান্তে এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।