14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আগৈলঝাড়ায় শবে কদর পালিত

Link Copied!

পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার ইফতারের পর থেকে শুরু হওয়া শবে কদরের রজনীতে মসজিদে মসজিদে ও নিজ নিজ বাড়িতে পরম দয়ালূ আল্লাহর নৈকট্য লাভ ও সন্তুস্টির জন্য নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।

হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম বলে মহান আল্লাহায়ালা লাইলাতুল কদরের রাতকে আলাদা এক অনন্য মর্যাদা দিয়েছেন। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়।

ধর্মপ্রাণ মুসলমানরা ২৬ রমজান শেষে দিবাগত পবিত্র এই রাতে ইবাদতের মাধ্যমে মানুষ মহান আল্লাহরর নৈকট্য লাভের আশায় মসজিদসহ বাসা-বাড়িতে এবাদত বন্দেগী, নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করেন।

উপজেলা বিভিন্ন মসজিদেই তারাবির নামাজের পর থেকে ওয়াজ মাহফিল, মিলাদ ও দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

http://www.anandalokfoundation.com/