× Banner
সর্বশেষ
নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ সুন্দর বাসযোগ্য ভূমি রেখে যেতে নিজের অন্তরকে পরিষ্কার করার আহ্বান আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার রাজনৈতিক সংস্কৃতি পুনরুদ্ধারে নিয়ামক হিসেবে কাজ করবে গণভোট -ধর্ম উপদেষ্টা   জনগণকে শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত ২০২৫ সালে সংখ্যালঘুদের উপর ৬৪৫টি ঘটনাই উদ্বেগজনক বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ৩৪৪ ট্রাক, পাসপোর্টধারী যাতায়াত ১৬৫৬ জন

বিগত অর্থ বছরে খুলনা জেলার মৎস রপ্তানী আয় ২ হাজার ২৯০ কোটি

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

আঃজলিল, বিশেষ প্রতিনিধিঃ বিগত ২০১৮-২০১৯ অর্থ বছরে বছরে খুলনা জেলা হতে ২৯,৬৮১ টন হিমায়িত চিংড়ি ও সাদা পানির মাছ রপ্তানী করে ২ হাজার ২৯০ কোটি টাকা আয় করেছে সরকার বলে জানিয়েছেন জেলা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন দপ্তরের কর্মকর্তারা।

জেলা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন দপ্তরের কর্মকর্তা এটিএম তৌফিক মাহমুদ জানান, চলতি অর্থবছরের (জুলাই হতে ডিসেম্বর ২০১৯-২০২০) প্রথম ৬ মাসে উৎপাদিত হয় ১৮,৫৬২ টন মাছ যা এর আগের অর্থবছরের একই সময়ে উৎপাদিত মাছের থেকে আরো ২০০০ টন বেড়েছে । সরকার এই ১৮,৫৬২ টন মাছ রপ্তানী করে উপার্জন করেছে ৫১০ কোটি টাকা।

জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ জানান, হিমায়িত চিংড়ি রপ্তানী সংস্থাগুলি বৈদেশিক মুদ্রা উপার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি বিদেশে বাংলাদেশের পণ্য মার্কেটিং এও অগ্রণী ভূমিকা পালন করছে। বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মতে, বিশ্ববাজারে বাংলাদেশের হিমায়িত চিংড়ির প্রচুর চাহিদা। প্রতি বছরই এই খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জিত হয়। রপ্তানী করা হিমায়িত চিংড়ির একশ ভাগই স্থানীয়ভাবে চাষকৃত ।

আব্দুস সবুর নামের একজন চিংড়ি রপ্তানীকারক জানান, স্থানীয় বাজারে তত্ত্বাবধান ছাড়াই ব্ল্যাক টাইগার চিংড়ি ও মিঠা পানির চিংড়ির জোগান চিংড়ি চাষিদের চিংড়ি সংরক্ষণে নিরুৎসাহিত করছে, যার ফলে চিংড়ি উৎপাদন ধীরে ধীরে কমে যাচ্ছে। হিমায়িত মৎস্য ও চিংড়ি রপ্তানী সংস্থাগুলি যথাযথ নিয়ম মেনে সাদা পানির মাছ ও চিংড়ি সংগ্রহ করে রপ্তানী করার আগে তাদের নিজেদের বা সরকারি পরীক্ষাগারে পরিক্ষা করে- যে প্রক্রিয়াটি স্থানীয় বিক্রেতারা অনুসরণ করেন না বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল করে ও পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি সুষ্ঠু উন্নয়ন প্রয়োজন।  রপ্তানী বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জন করার পাশাপাশি আমাদের অর্থনীতির উন্নয়নও সম্ভব।

আঃজলিল


এ ক্যটাগরির আরো খবর..