13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মোলভীবাজারে সনাতন ধর্মীয় শিক্ষার স্কুল ‘গুরুকূল জ্ঞানগৃহ’ এর ৩ টি শাখা উদ্ভোধন

admin
September 14, 2019 8:36 am
Link Copied!

জগদীশ দাশ,মৌলভীবাজারঃ সনাতনী ধর্মীয় শিক্ষার প্রচারে স্কুল ‘গুরুকূল জ্ঞানগৃহ’ এর ৩ টি শাখা উদ্ভোধন করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর শুক্রবার মৌলভীবাজার সদর উপজেলার ১০ নং নাজিরাবাদ ইউনিয়ন, শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ও আশিদ্রোন ইউনিয়ন তরুন সনাতনী সংঘ( টি,এস,এস)পরিচালিত সনাতনী ধর্মীয় শিক্ষার স্কুল ‘গুরুকূল জ্ঞানগৃহ’ এর ৩ টি শাখা উদ্ভোধন করা হয়। প্রতিটি গুরুকুল জ্ঞানগৃহের ছাত্র ছাাত্রী  সংখ্যা দুইশত করে উপস্থিত ছিলো। ।
গুরুকুল জ্ঞানগৃহের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের আনন্দমুখরিত  পরিবেশে জয় টি এস এস স্লোগানে  মুখরিত হয় মন্দির প্রাঙ্গন।
অতিথিরা টি এস এস এর কার্যক্রমকে সাধুবাদ জানান। টি এস এস যে ভাবে সনাতনী সমাজের ছেলে মেয়েদের মাঝে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য সারা মৌলভীবাজার জেলা ব্যাপি  গুরুকুল জ্ঞানগৃহের আলোড়ন তুলেছে সেই ধারা অব্যাহত রাখলে একসময় প্রতিটি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গুরুকুল জ্ঞানগৃহ পাওয়া যাবে।
গুরুকুল জ্ঞানগৃহের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রবিত্র গীতা,খাতা, কলম ও টুল বিতরন করা হয়। গুরুকুলের শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসবে ও সঠিক ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে বলে অনেকে তাদের মতামত ব্যাক্ত করে।
http://www.anandalokfoundation.com/