ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে আখ ক্রয়ে স্বচ্ছতা আনয়ন, সরকারের ডিজিটাল কর্মসূচী বাস্তবায়নে ই-গেজেটের মাধ্যমে আখ ক্রয় এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আখের মুল্য পরিশোধ বিষয়ে আখচাষীদের নিয়ে মতনিমিয় করেছে সুগার মিল কর্তৃপক্ষ।
রবিবার সকাল ১০টায় সুগারমিলের প্রশিক্ষণ ভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফআইসির এর পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) মোহাম্মদ হাবিবুর রহমান। মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএসএফআইসির ভারপ্রাপ্ত জিএম (সিএআইএস) মো: সোহরাব উদ্দিন, ডিজিএম(সম্প্রসারন) মো: জাহেদ আলী আনসার, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম প্রমুখ।