মেহের আমজাদ, মেহেরপুর (০১/১১/১৫) :
বাংলাদেশ যুব মহিলা লীগ মেহেরপুর জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল রোববার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুব মহিলা লীগের আহবায়ক সামিউন বাসিরা পলির সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (মেহেরপুর-চুয়াডাঙ্গা) সংসদ সদসদ্য সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক। সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদিকা অধ্যাপক অপু উকিল। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিটের যুব মহিলা লীগের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে সামিউন বাসিরা পলিকে সভাপতি ও অ্যাডভোকেট রুত শোভা মন্ডলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জেলা যুব মহিলা লীগের কমিটি ঘোষনা দেয়া হয়।