মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বৃহস্পতিবার মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবলীগ।
জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে সকাল ১০টায় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। পরে কোর্ট মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ. খালেক, জেলা যুবলীগের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, যুবলীগের ৬নং ওয়ার্ড সভাপতি ইনতিয়াজ, ৭নং ওয়ার্ড সভাপতি ইউনুস আলী, ৯নং ওয়ার্ড সভাপতি মিনাজ উদ্দিন, গাংনী উপজেলা যুবলীগ নেতা আশরাফ ভান্ডার প্রমুখ।