মেহের আমজাদ,মেহেরপুরঃ এসো শান্তির পৃথিবী গড়ি এই স্লোগানে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে IPYG-এর নূরপুর শাখার উদ্যোগে তারুন্য শান্তির অগ্রদূত শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নূরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, পিরোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আরসাদ আলী।এসো শান্তির পৃথিবী গড়ি এই আহ্বানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষকনেতা IPYG -(ইন্টারন্যাশনাল পীস ইয়ুথ গ্রুপ) এর এম্বাসেডর মেহেরপুরের কৃতি সন্তান মো: জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IPYG- এর মেহেরপুর জেলা শাখার মহাসচিব মো: মিয়ারুল ইসলাম, IPYG- এর পরিচালক মো: ইসরাইল হোসেন, আজমল হোসেন মিল্টু, রজব আলী, মোঃ আব্দুর রশিদ, সুলতান উদ্দিন, শফিকুল ইসলাম,তারিক আহাম্মেদ, মোঃ আলাউদ্দিন, আকতারুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সামাদ, মোঃ শামীম রেজা, ও মো: রবিউল ইসলাম, শিলন প্রমূখ। সভা পরিচালনা করেন, মোঃ আব্দুর রশিদ।
প্রধান অতিথীর বক্তব্যে মোঃ জাকির হোসেন বলেন তরুনরা সমাজের প্রানশক্তি তরুণদেরকেই সমাজ গঠনের দায়িত্ব পালন করতে হবে। তরুণদের সমাজের অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষ মানুষের জন্য এবং জীবন জীবনের জন্য এই মন্ত্রে দিক্ষিত হয়ে তরুণ সমাজকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, গরিব দুঃখী কৃষকেরা অতি কষ্টার্জিত অর্থ তার সন্তানদের লেখাপড়ার জন্য ব্যয় করেন। কিন্তু পরিতাপের বিষয় তার সন্তানটি মেধাবী ও সকল যোগ্যতার অধিকারী হওয়া সত্বেও চাকরি পাচ্ছে না। ফলে এসব অসহায় দরিদ্রদের জীবন মান পরিবর্তন ঘটছে না এবং মেধা ও যুব শক্তির অবচয় ঘটছে। তিনি মানুষের জীবনমান পরিবর্তনেও তরুণদের কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান।
সভা শেষে সংগঠনের পক্ষ থেকে শান্তির পৃথিবী গড়ার লক্ষ্যে ১০ দফা দাবীতে গণ স্বাক্ষর গ্রহন করা হয়। প্রায় তিন শতাধিক তরুণ স্বেচ্ছায় স্বাক্ষর কর্মসূচীতে অংশগ্রহন করেন। এ সময় বিপুল পরিমান উৎসাহী গ্রামবাসী সভাস্থল মুখরিত করে তোলেন।