মেহের আমজাদ, মেহেরপুর (১৭-০২-১৭): মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসানের লেখা বই বাস্তসাপ-এর মোড়ক উম্মোচন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন শহীদ ড.সামছুজ্জোহা নগর উদ্যানে একুশের বই মেলায় ওই বইয়ের মোড়ক উম্মোচন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, এনডিসি রামানন্দ পাল, সহকারী কমিশনার মোহাম্মদ নুর এ আলম, মোহাম্মদ আরিফ হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নুরুল আহমেদ, মেহেরপুর জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি এ.এস.এম ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল হাসান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।