মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেভদি চিলড্রেনের আয়োজনে শিশু বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এই শিশুবরনে
সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন আবু লায়েছ লাবলু। আরো বক্তব্য রাখেন পিটিএ কমিটির সভাপতি সমেজউদ্দিন, এসএমসির সহ-সভাপতি স. ম. শাহিনুর ইসলাম, সেভদি চিলড্রেনের প্রতিনিধি মাহমুদা, বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফিরোজা পারভিন ও শরিফুল ইসলাম। দ্বিতীয় পর্বে ১ম শ্রেনীর শিশুদের মাঝে শিক্ষাউপকরণ বিতরণ বরা হয়।