13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

এনআরসি মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেয়া নয় নির্যাতিত হিন্দুদের দেয়ার কথা বলা হয়েছে

admin
February 26, 2020 10:13 pm
Link Copied!

দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক) : ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনে মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়নি। কেবল পাকিস্তান,বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান- জৈন-শিখ – পার্সি উদ্বাস্তুদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে।

মুসলমানদের ওই সব দেশ থেকে, ভারতে উদ্বাস্তু হয়ে আসার কোন প্রশ্নই আসে না। কেননা, ঐ রাষ্ট্রগুলো সাংবিধানিকভাবে ইসলামী রাষ্ট্র।

পাকিস্তান ও আফগানিস্তানের মতো সুন্দর ইসলামিক শাসন ব্যবস্থা ছেড়ে, মুসলমানরা ভারতের মতো একটি হিন্দু প্রধান দরিদ্র দেশে কেন আসবে! তাহলে, মাসের-পর-মাস তথাকথিত আন্দোলনের নামে, জ্বালাও-পোড়াও, পুলিশ হত্যা, মানুষ হত্যা, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান – এগুলো কারা দিচ্ছে! এরা কারা – যারা সরকারি সম্পত্তি জ্বালিয়ে দিচ্ছে, গুরুত্বপূর্ণ মহাসড়ক সমূহ মাসাধিকাল অবরোধ করে রেখেছে, নির্বিচারে গাড়ি পোড়াচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে উস্কানি দিচ্ছে! এরা কাদের ক দালাল? এদের চিহ্নিত করা দরকার এবং এদের কঠোরভাবে দমন করা দরকার।

http://www.anandalokfoundation.com/