× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

আঞ্চলিক প্রতিনিধি

মামলার ভয় দেখিয়ে প্রবাসীর পরিবারের কাছ থেকে অর্থ আদায়

অনলাইন ডেক্স
হালনাগাদ: রবিবার, ৬ জুলাই, ২০২৫
বিয়ের প্রলোভনে ধর্ষণ

প্রবাসে বসে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে প্রবাসী ও তার পরিবারের নামে মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে আরেক প্রবাসী ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের।

এঘটনায় অভিযুক্ত প্রবাসী রানা সরদার, বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন তালুকদার, সহসভাপতি কাজী অভি, ঢাকা কোতয়ালী থানা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মো. রাকিবের নামোল্লেখ সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই গ্রামের বাসিন্দা মুজিবর সরদারের স্ত্রী মায়া বেগম অভিযোগ করে বলেন, গত ছয়মাস আগে আমার মালয়েশিয়া প্রবাসী ছেলে রাসেল সরদারের সঙ্গে একই গ্রামের আরেক প্রবাসী রানা সরদারের ফেসবুকে ষ্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে প্রবাসে বসে ঝগড়া হয়। গত তিনমাস পূর্বে দেশে আসেন রানা সরদার। সে (রানা) দেশে আসার পর থেকে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিলো। গত ৩০ জুন রাত দশটার দিকে রানা সরদার তার সহযোগীদের নিয়ে আমার বাড়িতে এসে বলে তোমার স্বামীর নামে মামলা হয়েছে। আমার সাথে যারা এসেছে তারা সবাই ডিবি অফিসার। এই মূহুর্তে আমাদেরকে ২ লাখ টাকা দিতে হবে।

পরবর্তীতে আমি বিবাদীদের হাতে ৩২ হাজার টাকা তুলে দিয়ে প্রাথমকি ভাবে রক্ষা পাই। এসময় বিবাদীরা বাকি টাকা ১৫ দিনের মধ্যে পরিশোধ করার জন্য হুমকি দিয়ে চলে যায়। রোববার (৬ জুলাই) সকালে বিবাদীদের সঙ্গে গ্রামের ইলিয়াসের দোকানের সামনে আমার দেখা হয়। এসময় তারা আমাকে দেখামাত্রই বাকি টাকা প্রদানের জন্য চাপ প্রয়োগ করে। তাদেরকে আর কোন টাকা দেওয়া হবেনা জানানো হলে তারা আমাকে মারার জন্য তেরে আসে। এসময় আমার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের হাত থেকে আমি রক্ষা পাই। বিবাদীরা সকলে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলেও তিনি উল্লেখ করেন।

তবে অভিযোগের কোন সত্যতা নেই বলে দাবী করেছেন অভিযুক্ত প্রবাসী রানা সরদার। বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন তালুকদার জানিয়েছেন, এঘটনার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। আমাকে রাজনৈতিক ভাবে কোনঠাসা করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..