× Banner
সর্বশেষ
মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক মহানবী (সা.) -ধর্ম উপদেষ্টা পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি, বাড়ছে পাকিস্তানের উপর ইসরায়েলের দূরত্ব বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে জেনারেল হাসপাতাললে ৭ দালালকে কারাদন্ড বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে”- আনিসুর রহমান তালুকদার সৌদি আরবে অবৈধ প্রবাসীদের সুখবর দিলো সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য শারদীয় দুর্গাপূজার সূচনায় মহালয়া আজ আজ ২১ সেপ্টেম্বর রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ সেপ্টেম্বর রবিবারে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

মাদারীপুরে মসজিদে ৩ ভাইকে কুপিয়ে হত্যার মূল আসামী গ্রেফতার

অনলাইন ডেক্স
হালনাগাদ: বুধবার, ১২ মার্চ, ২০২৫
কুপিয়ে হত্যার মূল আসামী গ্রেফতার

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে কীর্তিনাশা নদীর বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে সাইফুল সরদারের বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দুই ভাইকে হত্যা করে ও আরেকভাইকে মসজিদে ঢুকে হত্যা করার মামলায় প্রধান আসামী সুমন সরদার (৩৩) নামে একজনকে শরীয়তপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ ও র‍্যাব-৪-এর যৌথ অভিযান।

বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টায় র‍্যাব-৮-এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ কথা জানান।

নিস্তার আহমেদ জানান, হত্যাকাণ্ডের পরপরই আসামিরা আত্মগোপনে চলে যায়। র‍্যাব-৮ আধুনিক প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে। পরে র‍্যাব-৪-এর সহযোগিতায় ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. হোসেন সরদারকে গ্রেফতার করা হয়। একই মামলার আরেক আসামি সুমন সরদারকে শরীয়তপুরের পালং থানার আরিগাঁও এলাকা থেকে আটক করা হয়।

তিনি জানান ,এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। আসামিদের গ্রেফতার করতে আমাদের গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কাজ করেছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে র‍্যাব আরও কঠোর অবস্থান নেবে।

র‍্যাব-৮-এর অধিনায়ক জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক সাইফুল সরদার (৩৩), আতাউর সরদার (৩৫) ও পলাশ সরদার (১৮)-কে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরও তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়।

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে কীর্তিনাশা নদীর বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সাইফুল সরদারের বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাকে ও তার দুই ভাইকে হত্যা করে। প্রাণ বাঁচাতে তারা মসজিদে আশ্রয় নিলে সেখানেই তাদের কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় এজাহারভুক্ত ৪৯ জনসহ ৮০ থেকে ৯০ জন অংশ নেয়। হামলার সময় চারটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় হত্যা মামলা (মামলা নম্বর-১৪) রয়েছে। সুমন সরদারকে ইতোমধ্যে থানায় হস্তান্তর করা হয়েছে, আর প্রধান আসামি মো. হোসেন সরদারকেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।


এ ক্যটাগরির আরো খবর..