× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

মাদরাসা শিক্ষকের ওপর যুবলীগ কর্মীর হামলা

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে শোক দিবসের অনুষ্ঠানে যাবার সময় মাওলানা ফরজউল্লাহ (৪০) নামে এক মাদরাসা শিক্ষকের ওপর হামলা করেছে স্থানীয় যুবলীগ কর্মীরা।

শনিবার সকালে বড়াইগ্রাম পৌর শহরের পুরাতন হল মোড়ে এ ঘটনা ঘটে। আহত ফরজউল্লাহ পৌর এলাকার ভরতপুর মহল্লার মৃত আকবর আলী মৌলভীর ছেলে ও বড়াইগ্রাম দারুল উলুম দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।

মাদরাসা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে ফরজউল্লাহ মাদরাসার শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাবার পথে লক্ষীকোল পুরাতন সিনেমা হল মোড়ে পৌঁছালে স্থানীয় যুবলীগ নেতা শহীদের নেতৃত্বে ১০ থেকে ১২ জন নেতাকর্মী তাকে ভ্যান থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে লাঠি দিয়ে এলোপাথাড়ি পেটানো শুরু করেন। মারপিটের এক পর্যায়ে অচেতন হয়ে গেলে যুবলীগ কর্মীরা তাকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার ওসি মনির হোসেন বলেন, এ বিষয়ে তিনি কোন লিখিত অভিযোগ পাইননি তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবেন।


এ ক্যটাগরির আরো খবর..