13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাতৃগর্ভেই ভ্রূণের মস্তিষ্কে অস্ত্রোপচার, নতুন কীর্তি যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের

Link Copied!

শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার নতুন কিছু নয়। তাই বলে  মাতৃগর্ভেই শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার! এবার এমনই কীর্তি গড়লেন মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা। সম্প্রতি তারা মায়ের গর্ভে থাকা ভ্রূণের অস্ত্রোপচার করে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছেন।

অভিনব এই ঘটনাটি ঘটেছে আমেরিকার বোস্টনে।  জানা গিয়েছে, শিশুটির একটি মারাত্মক ভাস্কুলার রোগ ছিল।

আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে মায়ের পেটে সূচ ফুটিয়ে, এই অস্ত্রোপচারটি করা হয়। সেটি সম্পূর্ণ হওয়ার পরই  শিশুটিকে মাতৃগর্ভ থেকে বের করে পৃথিবীর আলো দেখানো হয়। গর্ভাবস্থায়  এই অস্ত্রোপচার না করলে জন্মের সঙ্গে সঙ্গেই হার্টফেল বা স্ট্রোকে মারা যেতে পারত শিশুটি।

হাসপাতাল সূত্র জানানো হয়েছে, গত ছয় সপ্তাহ ধরে শিশুটি ভালো রয়েছে। এমনকী তাকে কোনও রকম ওষুধও দেওয়া হচ্ছে না। একেবারে স্বাভাবিক রয়েছে। অস্ত্রোপচারের পর শিশুটির মস্তিষ্কে কোনও নেতিবাচক প্রভাবও পড়েনি। অস্ত্রোপচারটি সম্পর্কে বলা হয়েছে, ১০ জনের একটি চিকিৎসক দল এই অপারেশনটি করেছেন। তারা জানান, শিশুটিকে মাতৃগর্ভ থেকে বের করে আনা হলে তার মৃত্যু ঘটতে পারত। তাই ওই টিম মাতৃগর্ভেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

http://www.anandalokfoundation.com/