মাগুরা প্রতিনিধি: মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয়ে বুধ ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপি বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ, নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতায় মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী ও জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলে আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস।
প্রথম দিনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় নবীনবরণ, কৃতি শিক্ষার্র্থীর সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক বৃন্দ, অভিভাবক সহ সুধিজন উপস্থিত