14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মসজিদের নিরাপত্তাকর্মীদের ওপর হামলা ফ্রান্সে

admin
January 2, 2016 2:18 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: এক মসজিদের নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গাড়ি হামলা চালানো হয়েছে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ভেলেন্স শহরে। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে হামলাকারী গাড়িচালক গুলিবিদ্ধ হয়েছেন।

ফ্রান্স পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, গুলিতে ওই গাড়ির চালক আহত হয়েছেন। এ ছাড়া গাড়ির আঘাতে এক সৈন্য সামান্য আহত হয়েছেন।

ফ্রান্সের সরকারি একটি সূত্র বলছে, হাতে ও পায়ে ‍গুলিবিদ্ধ ওই চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

হামলার সময় অনেক মুসল্লি নামাজের জন্য মসজিদের বাইরে অবস্থান করছিল। কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ওই চালক দুই দুইবার সৈন্যদের লক্ষ্য করে গাড়ি চালিয়ে আসছিল। দ্বিতীয়বার আসার সময় সৈন্যরা তাকে গুলি করে। ২৯ বছর বয়সি ওই চালক ভেলেন্স থেকে গাড়ি পথে এক ঘণ্টা দূরত্বের লিও শহর থেকে এসেছে।

এদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিয়েন লি দ্রিয়ান এবং স্বরাষ্ট্রমন্ত্রী বানার্ড চেজেনিভ এক বিবৃতিতে বলেন, সৈন্যরা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর প্যারিস হামলার পর ফ্রান্সের নিরাপত্তারক্ষীরা সতর্কাবস্থায় রয়েছে এবং স্পর্শকাতর স্থানগুলোর নিরাপত্তায় দেশটিতে ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/