13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে পাটের বাম্পার ফলন

admin
July 12, 2016 5:11 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধি: বাংলা হিসেবে বর্ষা কাল মধুখালী উপজেলায় এবার পাটের বাম্পার ফলন হলেও তা নিয়ে বিপাকে পড়েছেন চাষী। আষাঢ় মাস শেষের পথে বৃষ্টির দেখা নেই। খাল,বিল কোথাও নেই পানি।

পানির অভাবে পাট এখন কৃষকের গলার ফাঁস হয়ে দাড়িয়েছে। দুঃখ আর হতাশায় দিন কাটছে পাট চাষীদের। গেল বছর ভালো দাম থাকায় ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকেই পাটের চাষ করেছেন। পানি না থাকায় অজানা আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। উপজেলা কৃষি অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে  এবার উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় ৮৪৮০ হেক্টর  জমিতে পাট চাষ করা হয়েছে। প্রতি হেক্টরে গড়  উৎপাদন ধরা হয়েছে ২ মেট্রিক টন।

উপজেলার অভ্যন্তরে চন্দনাবারাশীয়া নদী,বিল,বাওড় তাকলেও পানি শুন্য।  মাঠে মাঠে ঠাই দাঁড়িয়ে  আছে পাট। উপজেলার বিভিন্ন এলাকায় সরজমিনে ঘুরে দেখা গেছে চাষিরা পাট কেটে  দাঁড়করিয়ে রেখেছেন। অপেক্ষায় আছেন একটা ভারী বর্ষনের । আর যদি একটি ভারী বর্ষন না হয় তাহলে পানির জন্য চাষিদের মাঝে শুরু হবে হাহাকার । অপর দিকে উপজেলার কিছু এলাকায় পাটের বিছা পোকার আক্রমনের সংবাদ  পাওয়া গেছে ।

http://www.anandalokfoundation.com/