মেহের আমজাদ, মেহেরপুর: শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীরা ভাল ফলাফল, পাশের হার বৃদ্ধি, প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু করা হয়েছে ডিজিটাল পদ্ধতিতে পাঠ দান। আগামীতে শিক্ষার হার বাড়াতে প্রতিটি গ্রামের প্রাথমিক বিদ্যালয় গুলোকে মডেল শিক্ষা প্রতিষ্ঠান চালু করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার বিকালে প্রাথমিক বিদ্যালয় গুলোকে মডেল স্কুলে রুপান্তিত করার লক্ষে শিক্ষকদের নিয়ে সদর উপজেলার হল রুমে সদর উপজেলার শিক্ষা অফিসার আপিল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম তৌফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা এ.টি.ও মফিজুর রহমান, ওলিউর রহমান, এস.এম আবুল ফজল, শামীম সুলতান, ফিরাজুল ইসলাম, সাংবাদিক রফিকুল আলম প্রমুখ। সদর উপজেলার সাতটি প্রাথমিক বিদ্যালয় এবং মুজিবনগর উপজেলার দুইটি প্রাথমিক বিদ্যালয়কে মডেল স্কুল হিসেবে প্রাথমিক ভাবে বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।