আচার্য ব্রজেশ্বরানন্দ অবধুতঃ আমরা যে খাদ্য খাই তার সার ভাগ রসে পরিণত হয়। আর সেই রস রক্তে, রক্ত মাংসে, মাংস মেদে, মেদ অস্তিতে, অস্তি মজ্জায় ও মজ্জা শুক্রে(Lymph) পরিণত হয়। এই লিম্ফের কাজ হ’ল দেহের রক্তকে পরিষ্কার রাখা আর দেহের লাবন্য ও ঔজ্জ্বল্য অটুট রাখা। এই লিম্ফ উপরে উঠে মস্তিষ্ককে পুষ্ট ও শক্তিশালী করে। তাই বুদ্ধিজীবিদের জন্যে পর্যাপ্ত পরিমানে লিম্ফ দরকার। এই লিম্ফ বিভিন্ন নালীবিহীন গ্রন্থিতে গিয়ে হর্মোনে পরিণত হয়। আমাদের শরীরে রয়েছে অনেকগুলি নালীবিহীন গ্রন্থি- যেমন, পিনিয়াল, পিটুইটারী, থাইরয়েড, প্যারা-থাইরয়েড, থাইমাস, এড্রিনাল, প্যানক্রিয়াস, গোনাড্স ইত্যাদি।
এই গ্রন্থিগুলি থেকে বিভিন্ন ধরণের হর্মোন নিঃসৃত হয়। এই হর্মোন রস রক্তে মিশে আমাদের শরীর ও মনকে দারুন ভাবে প্রভাবিত করে। প্রতিটি গ্রন্থি আবার বিশেষ চক্রের সঙ্গে সম্পর্কিত। এই গ্রন্থিগুলির চারপাশে আবার কতকগুলি উপগ্রন্থি রয়েছে। এই গ্রন্থি ও উপগ্রন্থিগুলি থেকে নিঃসৃত রস তাদের সঙ্গে সম্পর্কিত চক্রে যে বৃত্তিগুলি রয়েছে সেগুলিকে উত্তেজিত করে। তাই এই হর্মোন ক্ষরণের ওপরে মানুষের বিভিন্ন আচার ব্যবহার নির্ভর করে।
মানবদেহের বিভিন্ন গ্রন্থি ও উপগ্রন্থিগুলি যে চক্রের সঙ্গে সম্পর্কিত সেই চক্র দ্বারাই তারা নিয়ন্ত্রিত হয়। শিশুর জন্মের সাথেই তার দেহে এই সমস্ত গ্রন্থি ও চক্র থাকে। কিন্তু সেগুলি সব সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করে না। মাতৃজঠরে শিশুর কোন গ্রন্থিই কাজ করে না। সেখানে মায়ের গ্রন্থির মাধ্যমেই তার কাজ চলে। শিশুর জন্মের পরে কিছু গ্রন্থি কাজ করতে শুরু করে। এই গ্রন্থিগুলির বিকাশের সাথে সাথে তার শরীরে হর্মোনের সংরচনায়ও পরিবর্তন আসে। হর্মোনের সংরচনায় পরিবর্তন তার স্নায়ুকোষেও পরিবর্তন আনে। বিভিন্ন প্রকার হর্মোনের মাধ্যমে স্নায়ুকোষগুলি মানুষের এই জৈবদেহ পরিকাঠামোকে নানান্ ভাবে উত্তেজিত করে। এই স্নায়ুকোষ, গ্রন্থিরস ইত্যাদি তথা আমাদের মানসিক ক্রমবিকাশের সাথে সাথে শারীরিক সংরচনাগত পরিবর্তনও স্বাভাবিক। আর কোন একটা গ্রন্থি থেকে গ্রন্থিরসের স্বাভাবিক বা অস্বাভাবিক ক্ষরণের ওপরে আমাদের মনের স্থিরতা বা চাঞ্চল্য নির্ভর করে।