13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারী তুষারে টরেন্টোর অর্ধশতাধিক ফ্লাইট বাতিল

admin
December 16, 2016 11:28 am
Link Copied!

অনলাইন ডেস্ক:
কানাডার টরেন্টোতে ভারী তুষারপাতের কারণে পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে গোটা শহর তুষারে ঢেকে যাওয়ার পর অন্তত ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আরও ৪৬টির সময় পরিবর্তন করা হয়েছে।

টরেন্টোর বিলি বিশপ শহরের কেন্দ্রীয় বিমানবন্দরেরও একই চিত্র। সেখানকার বিমান ছেড়ে যাওয়ার তালিকার বোর্ডটিতে লাল ও কমলা রঙের ছড়াছড়ি।

অর্থাৎ যেসব ফ্লাইট বাতিল করা হয়েছে সেগুলো লাল এবং যেগুলো বিলম্বে ছেড়ে যাবে সেসব ফ্লাইটের নাম কমলা রঙে লেখা রয়েছে। এখানে ৭টি বাতিল ও ১৫টির সময় পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ৫ থেকে ১০ সেন্টিমিটার ভারী তুষারপাতে টরেন্টো ছাড়াও কানাডার দক্ষিণাঞ্চলীয় অন্টারিও প্রদেশে ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে দেশটির পরিবেশ অধিদফতর।

টরেন্টোতে বেশ কয়েকটি দুর্ঘটনার পর তুষারাচ্ছাদিত রাস্তায় খুব সাবধানে চালকদের গাড়ি চলাতে বলেছে পুলিশ।

ভারী তুষারপাতের কারণে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইয়র্ক ইউনিভার্সিটি, রায়ারসন ইউনিভার্সিটি ও হাম্বার কলেজ।

http://www.anandalokfoundation.com/