14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারত ও চীনের ঘনিষ্টতায় দূরত্ব বাড়ছে যুক্তরাষ্ট্রের

ডেস্ক
August 23, 2025 9:29 pm
Link Copied!

ভারতের লাদাখ অঞ্চলের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে ভারত টিকটকসহ ২০০ এর বেশি চীনা অ্যাপ নিষিদ্ধ করে এবং ভারতীয় ও চীনা সেনারা বিতর্কিত সীমান্তে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায়। এছাড়া নয়া দিল্লি যুক্তরাষ্ট্র এবং কোয়াড জোটের (আনুষ্ঠানিকভাবে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ) অন্তর্ভুক্ত জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করে।

এ বছরের মে মাস পর্যন্তও ভারত চীনকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করেছিল। কারণ ভারতশাসিত কাশ্মীরে এক ভয়াবহ হামলার পর পাকিস্তান নয়াদিল্লির সঙ্গে চার দিনের যুদ্ধে চীনা প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছিল। কিন্তু এমন পরিস্থিতির মধ্যে ভারতীয় পণ্যের ওপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর চীন ও ভারতের মধ্যে সম্পর্কে বরফ গলেছে।

এমন পরিস্থিতিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাবের ভিত্তি হিসেবে গড়ে ওঠা কয়েক দশকের কূটনৈতিক ও কৌশলগত অর্জনগুলো নিজ হাতে নষ্ট করে ফেলছেন ট্রাম্প। এশিয়া হলো বিশ্বের ৬০ শতাংশেরও বেশি মানুষের আবাসস্থল।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন চীনের শীর্ষ কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। বৈঠকে তিনি ‘এক অপরের স্বার্থ ও সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধা’ এবং দ্বিপাক্ষিক সম্পর্কে “স্থিতিশীল অগ্রগতির” প্রশংসা করেন।

দুই দিনের নয়াদিল্লি সফরে ওয়াং ই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাদের সঙ্গে তিনি হিমালয় পর্বতের দুই দেশের বিতর্কিত সীমান্ত নিয়ে আলোচনা করেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ এখন “স্থিতিশীল উন্নয়নের পথে” প্রবেশ করেছে এবং তাদের একে অপরকে “বিশ্বাস ও সমর্থন” করা উচিত। বৈঠকে উভয় পক্ষই আস্থা তৈরির পদক্ষেপের কথা জানিয়েছে। এছাড়া পুনরায় সরাসরি ফ্লাইট চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং সীমান্ত বাণিজ্য সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

জুনে বেইজিং ভারতীয় তীর্থযাত্রীদের তিব্বতের পবিত্র স্থানে যাওয়ার অনুমতি দেয়। পাশাপাশি দুই দেশ তাদের দীর্ঘদিনের বিতর্কিত সীমান্তের কিছু অংশ ‘প্রাথমিক সমঝোতার’ ভিত্তিতে ব্যবহারে একমত হয়েছে। এই অঞ্চল নিয়ে ১৯৬২ সালে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়।

এদিকে মোদি তিয়াংজিনে আয়োজিত সাংহাই সহযোগী সংস্থার সম্মেলনে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আমন্ত্রণ জানান। চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন এই আঞ্চলিক জোটকে অনেক বিশ্লেষক এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলার উদ্দেশ্যে গঠিত বলে মনে করেন। সম্মেলনটি এই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা। সাত বছরেরও বেশি সময় পর এটি হবে মোদির প্রথম চীন সফর।

তাইওয়ান-এশিয়া এক্সচেঞ্জ ফাউন্ডেশনের ফেলো সানা হাশমি আল জাজিরাকে বলেছেন, ভারত ও চীনের মধ্যে উত্তেজনা ও মতপার্থক্য কমানোর প্রচেষ্টা কিছুদিন ধরেই চলছিল।

গত অক্টোবরে রাশিয়ার কাজানে মোদি ও শির মধ্যে বৈঠকের মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থা শেষ হয়। এর আগে তারা বহু বছর ধরে এমনকি বহুপাক্ষিক ফোরামেও একে অপরকে এড়িয়ে চলছিলেন।

তিনি আরও বলেন, ‘তবে ট্রাম্পের শুল্ক নীতি এবং নয়াদিল্লির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের প্রতি অনুকূল মনোভাব ভারতের কাছে খুব কম বিকল্প রেখেছে, যার ফলে চীনসহ কয়েকটি প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কমাতে হয়েছে।’

http://www.anandalokfoundation.com/