বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে নির্বাচনের ফল ঘোষণা আজ। জানা যাবে আগামী পাঁচ বছরের জন্য বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের শাসন উঠবে কার হাতে।
ভারতের লোকসভায় রয়েছে ৫৪৩টি আসন। সাত দফায় ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে দেশটিতে। ভারতজুড়ে এরই মধ্যে ভোট গণনা কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা। তিন স্তরের এই ব্যবস্থায় প্রত্যেক গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে থাকছে ১৪৪ ধারা। কেন্দ্রের ভেতর ও বাইরে থাকছে সিসি ক্যামেরার নজরদারি। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ সদস্য ছাড়াও নির্বাচন কমিশনের মাইক্রো অবজারভার নিয়োজিত থাকবেন গণনাকেন্দ্রে।
আজ সকাল ৮ থেকে ভোট গণনা শুরু হবে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম গণনা শুরুর আগে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে। এরপর ভোটারের সংখ্যার অনুপাতে ইভিএম গণনার কাজ হবে। প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ট থাকবেন কাউন্টিং স্টেশনে। থাকবেন গণমাধ্যমের প্রতিনিধি ও বিদেশী পর্যবেক্ষকও। দীর্ঘ নির্বাচন প্রক্রিয়ায় দেশটিতে এবার ক্ষমতায় আসার প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। যদিও এই দাবি মানতে নারাজ প্রধান বিরোধী দল কংগ্রেসসহ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং অন্য বিরোধীরা।
ভারতে নিবন্ধিত ভোটার সংখ্যা ৯৬ কোটি ৮০ লাখ। ছয় সপ্তাহব্যাপী লোকসভা নির্বাচনে ৬৪ কোটি ২০ লাখ মানুষ ভোট দিয়েছেন। ভোটারদের প্রায় অর্ধেকই নারী।অর্থাৎ ৬৬ দশমিক ৩ শতাংশ ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছেন।
ভারতের এই নির্বাচনে দেড় কোটি নির্বাচন ও নিরাপত্তাকর্মী কাজ করেছেন। ১৩৫টি বিশেষ ট্রেন চালানো হয়েছে। এ ছাড়া এক হাজার ৬৯২ বার হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক দলের নেতারা যে হেলিকপ্টারে ঘুরেছেন, সেগুলোও পরীক্ষা করে দেখেছেন নিরাপত্তারক্ষীরা।
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা।
এরাজ্যে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দুরন্ত ফল করেছিল BJP। এক ধাক্কায় ১৮টি আসন পকেটে পুরেছিল গেরুয়া শিবির। রাজ্যের শাসকদল তৃণমূল গত লোকসভা নির্বাচনে পেয়েছিল ২২টি আসন। অন্যদিকে, কংগ্রেস গতবার পেয়েছিল দুটি আসন। বামেরা একটি আসনও পায়নি।
এবার একাধিক সংবাদমাধ্যম গোটা দেশের পাশাপাশি বাংলা নিয়েও এক্সিট পোল করেছে। বেশ কয়েকটি এক্সিট পোলে BJP-র ভালো ফলের ইঙ্গিত রয়েছে। তবে কয়েকটিতে তৃণমূলকেও এগিয়ে রাখা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ফল ঘোষণার আগেই করা এক্সিট পোল নিয়ে ভীষণ ক্ষুব্ধ। বাংলায় কি মিলবে এক্সিট পোল, নাকি খেলা ঘুরিয়ে দেবে তৃণমূল কংগ্রেস! অপেক্ষা আর কয়েক ঘণ্টার। প্রতি মুহূর্তের আপডেটে চোখ রাখুন।