13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় কার্যকালের প্রথম বাজেটে ১০০ টি বিমানবন্দর তৈরির ঘোষনা ভারতের

Ovi Pandey
February 1, 2020 3:44 pm
Link Copied!

দি নিউজ ডেক্সঃ আজকের বাজেটের উপর তাকিয়ে ছিলেন আম জনতা কি চমক আসতে চলেছে এই ভাবনায়। অবশেষে মোদী সরকারের দ্বিতীয় কার্যকালের প্রথম বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশের সময় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এর একটি কবিটা পড়ে শোনান সবাইকে। দীনদয়ালের কাশ্মীর নিয়ে লেখা কবিতাটা অনেকটা এমন ‘আমাদের দেশ কাশ্মীরের শালিমার বাগানের মতো, আমাদের দেশ ডাল লেকে ফোটা পদ্মের মতো, যুব সমাজের গরম রক্তের মতো, আমার দেশ-তোমার দেশ বিশ্বে সবথেকে সুন্দর দেশ।

অর্থমন্ত্রী বলেন, সমুদ্র বন্দর গুলোকে আরও দক্ষ বানানোর প্রয়োজন। উড়ান স্কিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১০০ টি নতুন বিমানবন্দর তৈরি করা হবে। ২০২০-২১ এ পরিবহণে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করার জন্য ১.৭০ লক্ষ কোটি টাকা দেওয়া প্রস্তাব। রাষ্ট্রীয় গ্যাস গ্রিডকে বাড়িয়ে ২৭ হাজার কিমি পর্যন্ত করার প্রস্তাব।

মহিলা বিশিষ্ট কার্যক্রমের জন্য ২৮,৬০০ কোটি টাকার প্রস্তাব। পুষ্টি সম্বন্ধীয় কার্যক্রমের জন্য ৩৫ হাজার ৬০০ কোটি টাকার প্রস্তাব। অনুসুচিত জাতি আর পিছিয়ে পড়া জাতিদের জন্য ৮৫ হাজার কোটি টাকার প্রস্তাব। বরিষ্ঠ নাগরিক আর দিব্যাংগদের জন্য ৯ হাজার ৫০০ কোটি টাকার প্রস্তাব। পাঁচটি পুরাতাত্বিক জায়গায় মিউজিয়াম। হস্তিনাপুর, ডোলাবীরা, Adichellanur, রাখিগড়ি ছাড়াও রাঁচিতে ট্রাইবাল মিউজিয়াম বানানো হবে।

একনজরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট নিয়ে কিছু ঘোষণাঃ

  • সৌরপাম্প বসাতে সাহায্য করবে সরকার। তৈরি করা হবে আরও হিমঘর। এক্ষেত্রে সাহায্য করবে মুদ্রা ও নাবার্ড
  • কৃষকদের স্বার্থে চালু হবে নতুন কিষাণ রেল
  • কৃষকদের উন্নয়নে ১৬ দফা যোজনা
  • ১৫ লক্ষ কৃষককে সৌরচালিত পাম্পসেট দেওয়া হবে।
  • আমাদের সরকার ওডিএফ প্লাসের প্রতি প্রতিবদ্ধ।
  • ২০২৪ এর মধ্যে দেশের সমস্ত জেলায় ঔষধি কেন্দ্রের বিস্তার করা হবে।
  • স্বাস্থ ক্ষেত্রের জন্য ৬৯ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য।
  • স্বচ্ছ ভারত মিশনের জন্য ১২ হাজার ৩০০ কোটি টাকার সাহায্য।
  • জন জীবন মিশনের জন্য ৩.৬০ লক্ষ কোটি টাকার সাহায্য।
  • মার্চ ২০২১ পর্যন্ত ১৫০ টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রস্তাব।
  • রাষ্ট্রীয় পুলিশ বিদ্যালয়ের প্রস্তাব।
  • বঞ্চিত বর্গের জন্য ডিগ্রি স্তরে অনলাইন শিক্ষা কার্যক্রমের প্রস্তাব।
  • শিক্ষা ক্ষেত্রের জন্য ৯৯ হাজার ৩০০ কোটি টাকার প্রস্তাব।
  • কৌশল বিকাশ প্রোজেক্টের জন্য ৩ হাজার কোটি টাকার প্রস্তাব।
http://www.anandalokfoundation.com/