× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’ ইঞ্জুরিতে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

মো:ফজলে রাব্বি ডেস্ক: গল টেস্টের হারের পর ফের বড় ধাক্কা ভারতীয় শিবিরে। হাত চোট পেয়ে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান।

সূত্রের খবর ডানহাতে ‘হেয়ারলাইন ফ্যাকচার’ বা হাড়ে চিড় ধরায় সিরিজের বাকি দুটি টেস্টে আর খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’। অন্তত ৬ সপ্তাহ ক্রিকেট মাঠ থেকে বাইরে থাকতে হবে ফর্মে থাকা শিখরকে। যার মানে পুরো শ্রীলঙ্কা সফরেই অনিশ্চিত হয়ে পড়লেন এই ভারতীয় ওপেনার। ইতিমধ্যেই দলের ১৬ তম সদস্য হিসেবে অলরাউন্ডার স্টুয়ার্ট বিনিকে দলে নেওয়া হয়েছে। অপর ওপেনার মুরলী বিজয় চোটের জন্য প্রথম টেস্টে খেলতে পারেননি।
বিজয়ের জায়গায় দলে এসে ব্যর্থ হয়েছেন লোকেশ রাহুল। এখন দেখার ধাওয়ানের বদলে কোনও নতুন ওপেনারকে শ্রীলঙ্কায় পাঠানো হয় কি না। নাকি বিনিকে দলে নেওয়ায় নতুন করে কাউকে আনা হবে না। সব কিছুই এখন নির্ভর করছে ভারতীয় টিম ম্যানজেমেন্টের ওপর। গল টেস্টে হারের মাঝে যে কটা হাতে গোনা জিনিস পজিটিভ ছিল তার মধ্যে শিখরের শতরান ছিল শুরুর দিকে। প্রথম টেস্টে খারাপ ব্যাটিং করে হারের পর শিখরের চোট পেয়ে ছিটকে যাওয়া কোহলিকে বিরাট বিপদে ফেলে দিল। এখন দেখার লঙ্কাকাণ্ডে ওই বিপদ কাটিয়ে উঠতে পারে কিনা ভারতীয় দল।


এ ক্যটাগরির আরো খবর..