একাত্তরের মুক্তিযুদ্ধকে ভারতের একটি কৌশলের অংশ মনে করেন বাংলাদেশের নুতন প্রজন্মের একটি বড় অংশ। সেই যুদ্ধে হিন্দুদের কাছে মুসলমানদের পরাজয় হয়েছিল বলে মনে করেন ২৪ এর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের তৌহিদি জনতা। আর সেই ৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে ভারতীয় আধিপত্য থেকে মুক্ত করে একটি নুতন ইসলামি দেশ বানানোই তাদের এবারের স্বপ্ন।
এই মানসিকতার পিছনে রয়েছে ভারত বিদ্বেষ তথা হিন্দু বিদ্বেষ। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশভাগ যে কারণে হয়েছিল তা থেকে বাংলাদেশের মুসলিমরা এক চুলও নড়েনি বরং দিনদিন তা বেড়ে আজ দেশটি হয়েছে চরম ভারত বিদ্বেষী ৭১ এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুসলমানদের কাছে স্বাধীনতার যুদ্ধ ছিলো না ছিলো ভারতের কাছে আত্মসমর্পনের এক লজ্জাজনক অধ্যায়। যারজন্য সোহরাওয়ার্দী উদ্যানে পাক বাহিনীর আত্মসমর্পনের ঐতিহাসিক সময়ের কোন চিহ্ন বাংলাদেশের মাটিতে অবশিষ্ট নেই। কারণ এই আত্মসমর্পন ছিল হিন্দু-ইহুদি ভারতীয় বাহিনীর কাছে মুসলমানদের পরাজয়ের এক করুন কাহিনী।
মুসলিমরা এক সর্বশক্তিমান আল্লাহর আদর্শ ও সংস্কৃতির ধারক ও বাহক। তাদের ধর্ম আলাদা তাদের প্রথা আচার অনুষ্ঠান রীতিনীতি সম্পূর্ন আলাদা। তাদের ইতিহাস ও সংস্কৃতি পৃথক তাদের চিন্তা ভাবনার মধ্যে আমূল পার্থক্য রয়েছে। সর্বোপরি তাদের জীবনের লক্ষ ও সম্পূর্ন আলাদা। সুতরাং ভারতের সাথে মুসলমানদের কোন ধরনের মিল মহব্বত হতে পারেনা। মুসলিম ধর্মের এই আদর্শ থেকে যারাই বিচ্যুত হবে তাদেরই পরাজয় হবে।
বাংলাদেশে কখনো মুক্তিযুদ্ধ হয়নি। যারজন্য বাংলাদেশে এখন আর কেউ প্রকাশ্যে মুক্তিযুদ্ধের কথা বলতে পারেনা। মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস ছিলো “জয় বাংলা” শ্লোগান সেই কথাটিও কেউ উচ্চারণ করতে পারেনা। আর উচ্চারণ করলে নির্যাতনের শিকার হতে হয়। দিন যতই যাবে ততই নির্যাতনের মাত্রা বাড়বে।
তবে বর্তমান প্রজন্মের মধ্যে যারা ৭১এর মুক্তিযুদ্ধকে প্রকৃত স্বাধীনতা মনে করেন তাদের কাছে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছিলো এবারের পরিস্থিতি তারচেয়ে কিছু কম নয়। এই প্রজন্মের ছেলেরা আত্মত্যাগের মহিমায় নিজেদের আতোৎসর্গ করতে রাজি হবেন কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। এটি হতে পারে আরও একটি রক্তান্ত স্বাধীনতা রক্ষার অগ্নিপরীক্ষা।