× Banner
সর্বশেষ
পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

কূটনৈতিক প্রতিবেদক

ভয় দেখিয়ে, জাল দলিল করে সংখ্যালঘু হিন্দুদের জমি কেড়ে নিয়েছেন বেনজীর আহমেদ

Dutta
হালনাগাদ: শনিবার, ১ জুন, ২০২৪
হিন্দুদের জমি কেড়ে নিয়েছেন বেনজীর আহমেদ

সাবেক পুলিশ প্রধান ও নজিরবিহীন দুর্নীতিবাজ বেনজীর আহমেদ, তার স্ত্রী ও তিন মেয়ের নামে এখন পর্যন্ত ৬২১ বিঘা জমির খোঁজ পাওয়া গেছে, যার ৫৯৮ বিঘা গোপালগঞ্জ সদর উপজেলায় ও মাদারীপুরের রাজৈর উপজেলায়। উপজেলা দুটি পাশাপাশি। আর বেনজীর পরিবারের জমিও দুই উপজেলার সীমান্তঘেঁষা এলাকায়। ওই এলাকার গ্রামগুলো সংখ্যালঘু হিন্দু অধ্যুষিত।

বেনজীর আহমেদের জমির প্রায় সবই ছিল হিন্দু সম্প্রদায়ের। স্থানীয় হিন্দুরা বলছেন, জমি দিয়ে দেওয়া ছাড়া তাদের কোনো উপায় ছিল না। ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে তাদের কাছ থেকে জমিগুলো জলের দামে কেনা হয়েছে। বেনজীর আহমেদ সেখানে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নামে একটি রিসোর্ট করেছেন।

গোপালগঞ্জ ও মাদারীপুরে গিয়ে জমি বিক্রি করা হিন্দু পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের জমি কিনতে তৈমুর ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তাকে নিয়োজিত রেখেছিলেন বেনজীর আহমেদ। জমি কেনার ক্ষেত্রে তৈমুরের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে অপূর্ব বল নামে গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

বেনজীর পরিবারের রিসোর্টের নির্মাণকাজের তদারক করতেন পুলিশ ও র‍্যাবের কিছু সদস্য। তাদের দিয়ে তরমুজ চাষসহ কৃষিকাজও করানো হয়েছে।

যৌথ মালিকানার জমির মালিকদের কাউকে কাউকে মৃত দেখিয়েও জমি কেনার ঘটনা পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রাজৈরের বড়খোলা গ্রামের প্রণব বিশ্বাসের ক্ষেত্রে। তারা তিন ভাই। প্রণব বলেন, তার ছোট ভাই পূর্ণেন্দু বিশ্বাস ১৯৮৮ সালে ভারতে চলে যান। সেখানেই কয়েক বছর আগে তার মৃত্যু হয়। তার (পূর্ণেন্দু) দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে, যারা ভারতে থাকেন। প্রণবের আরেক ভাই প্রশান্ত বিশ্বাস এক বছর আগে ভারতে গিয়ে আর ফেরেননি।

প্রণবের অভিযোগ, তাদের তিন ভাইয়ের ১৪২ শতাংশ জমি (প্রায় সাড়ে চার বিঘা) ফাঁদে ফেলে কিনে নেয় বেনজীর আহমেদের পরিবার। এ ক্ষেত্রে তার দুই ভাইকে মৃত এবং ওয়ারিশহীন দেখানো হয়। বিক্রি দলিলে তার একার সই নেওয়া হয়। তিনি বলেন, ‘এখন এলাকার লোকজন বলছে, আমি ভাইদের জমি আত্মসাৎ করেছি। কিন্তু কী পরিস্থিতিতে আমি এই কাজ করেছি, সেটা তো কেউ জানে না।’

প্রণবের ভাষ্য, তার বসতবাড়ির জমির মালিকানা সংক্রান্ত  বিরোধ ছিল। সেই সুযোগ নিয়ে তার বসতবাড়ির জমির একটি ভুয়া দলিল করা হয়। তখন পুলিশ কর্মকর্তা তৈমুর ইসলাম তাকে বলেন, বেনজীরের রিসোর্টের কাছের জমি বিক্রি না করলে বসতবাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হবে।

পৈতৃক সম্পত্তি হস্তান্তর করতে ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদ নিতে হয়। সেই সনদ ছাড়া জমি বিক্রি করা যায় না। প্রণবের দাবি, তিনি কোনো কাগজপত্র জোগাড় করেননি। সবই করেছেন পুলিশ কর্মকর্তা তৈমুর।

বৈরাগীরটোলা গ্রামের এক জমি বিক্রেতা বলেন, তার তিন বিঘা পৈতৃক সম্পত্তি জমি কিনে নিয়েছে বেনজীরের পরিবার। তিনি বলেন, পুলিশ কর্মকর্তা তৈমুর ইসলাম বেনজীরের পক্ষে জমির মালিকদের কাছে যেত। গিয়ে বলত, “আমি ভালো অফিসার (কর্মকর্তা), তাই আপনাদের কিছু টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি। যদি বিক্রি করতে রাজি না থাকেন, তবে জমিও যাবে, টাকাও পাবেন না।”

বড়খোলা গ্রামের প্রশান্ত দত্ত বলেন, তারা সচ্ছল। জমি বিক্রি করার কোনো প্রয়োজন তাদের ছিল না। পৈতৃক জমি বিক্রির কোনো ইচ্ছাও তাদের ছিল না। তারা তিন ভাই ২৪ বিঘা জমি দিয়ে দিতে বাধ্য হয়েছেন।

বৈরাগীরটোলা গ্রামের তরুণ সঞ্জয় বল বলেন, তার পরিবারের ৩০ বিঘার বেশি জমি জোর করে কিনে নিয়েছেন বেনজীর। ২০১৮ ও ২০১৯ সালে যখন এই জমি বেচাকেনা হয়, তখন বেনজীর র‍্যাবের মহাপরিচালক ছিলেন।

কোনো কোনো হিন্দু পরিবারের জমির সবটুকুই বিক্রি করতে বাধ্য করা হয়। তেমন একজন রাজৈরের বড়খোলা গ্রামে ষাটোর্ধ্ব সরস্বতী রায়। তার ভাষ্য, তার স্বামী নিরঞ্জন রায় ২০ বছর আগে জমিটুকু (৩১ শতাংশ) কিনেছিলেন। বাধ্য হয়ে সেই জমি বিক্রি করতে হয়েছে তাকে। এর বাইরে তাদের বসতবাড়িতে ৫ শতাংশ জমি ও একটি ছোট্ট খুপরি ঘর রয়েছে তাদের। নিরঞ্জন মারা গেছেন। তার ছেলে রঞ্জন রায় দিনমজুরি করে এখন সংসার চালান। তিনি প্রথম আলোকে বলেন, বেনজীর পরিবারের কাছে বিক্রি করা জমির ধান দিয়েই তাদের সারা বছর চলত। এখন চালও কিনে খেতে হয়।

জমি বিক্রেতাদের একজন মাদারীপুরের রাজৈর উপজেলার বড়খোলা গ্রামের সরস্বতী রায়ের (৬২) কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কেন জমি বিক্রি করেছেন? প্রশ্ন শুনেই বিলাপ শুরু করেন সরস্বতী। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘কত কষ্ট হইরা, সুদে টাহা নিয়া জমিটুক (৩১ শতাংশ) কিনছিলাম। হেই জমিটুক দিয়া আসা নাগছে।’ জমি কে নিয়েছে? সরস্বতী বলেন, ‘বেনজীর নিছে।’ বেনজীর কে জানতে চাইলে তিনি বলেন, ‘বড় পুলিশ’ বলে শুনেছেন।

কদমবাড়ি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের ভাষারাম সেন বলেন, “২৪ একর ৮৩ শতাংশ ফসলি জমি আমাদের বংশীয় লোকদের। এই জমি সবটুকুই কিনে নেন সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ। বিঘা প্রতি মাত্র সাড়ে ৩ লাখ টাকা দিয়েছেন। অথচ ওই জমির দাম আরও অনেক বেশি।

বড়খোলা গ্রামের বাসিন্দা রসময় বিশ্বাসের কাছ থেকে ৩২ শতাংশ জমি কেনা হয়েছে বেনজিরের স্ত্রী জীশান মির্জার নামে। তিনি বিক্রিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন। কদমবাড়ির সুকবেদ বালার ছেলে অমল বালা বলেন, “আমাদের হুমকি-ধমকি দিয়েছেন বেনজীর আহমেদ। তার লোক দিয়ে বলেছেন, জমি লিখে না দিলে বিমানে করে বাড়িতে নামতে হবে, চার পাশ আটকে দেবেন। এমন অত্যাচারে অনেকেই জমি লিখে দিয়েছেন টাকা ছাড়াই।”

বেনজীরের পরিবারের রিসোর্টের আশপাশের জলাভূমিতে মাছ ধরতে যাওয়ায় সংখ্যালঘু হিন্দুদের মারধরের অভিযোগ রয়েছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে। স্থানীয় জেলে নিত্য বালা প্রথম আলোকে বলেন, ঘটনাটি এক বছর আগের। তিনি রাতে মাছকান্দি বিলে মাছ ধরতে গিয়েছিলেন। একটু দূরেই বেনজীরের মাছের ঘের। বিলে মাছ ধরার সময় হঠাৎ চারটি নৌকায় পুলিশ সদস্যরা এসে তাকেসহ তিনজনকে ধরে নিয়ে যায়, বেনজীরের পরিবারের ইঙ্গিতে। রিসোর্টে নিয়ে তাদের মারধর করে থানায় দেওয়া হয়। নিত্য বালার ভাষ্য, ১০ হাজার টাকা দিয়ে তিনি মাছ চুরির মিথ্যা মামলা থেকে রক্ষা পান। তবে নৌকাসহ মাছ ধরার সরঞ্জামাদি ফেরত পাননি।

হিন্দু সম্প্রদায়ের নেতাদের অভিযোগ, বহু বছর ধরে সারা দেশেই হিন্দুদের জমি দখল করা হচ্ছে অথবা জোর করে কিনে নেওয়া হচ্ছে। বেনজীর আহমেদের ঘটনাটি নতুন একটি উদাহরণ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত গতকাল সংবাদ মাধ্যমকে বলেন, হুমকি, হয়রানি ও হামলা—এই তিনটি পদ্ধতিতে সংখ্যালঘুদের জমি নিয়ে নেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..