13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ব্রাসিলিয়ায় দূতাবাসের উদ্যোগে বাংলা স্কুল প্রতিষ্ঠার ঘোষণা

Rai Kishori
March 19, 2020 8:08 am
Link Copied!

ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবার বিপুল উৎসাহ ও প্রানবন্ত পরিবেশে দুই দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করে| দিনটি  জাতীয় শিশু দিবস হিসাবে পালনের ফলে আগের বছরগুলোর মত এবারেও দূতাবাসের অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহন ছিল চোখে পড়ার মত।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বিশাল পরিসরে উদযাপনের সকল প্রস্তুতি দূতাবাস সম্পন্ন করলেও ব্রাজিলের বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় সেগুলো স্থগিত করা হয়। ১৭ই মার্চ বিকেলে বাংলাদেশ থেকে আগত শিল্পীদের পরিবেশনায় ব্রাজিলের একটি খ্যাতনামা মিলনায়তনে বাংলাদেশী সাংস্কৃতিক সন্ধ্যা এবং সেদিন সকালেই ব্রাজিলের একটি স্থানীয় স্কুলে জাকজমকপূর্ণ পরিবেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজনের পরিকল্পনা ছিল। এছাড়া বাংলাদেশ থেকে আগত শিল্পীদের পরিবেশনায় একটি আন্তর্জাতিক স্কুলেও ১৯শে মার্চ সন্ধ্যায় আরেকটি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছিল। করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় ব্রাসিলিয়ার গভর্নর সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছেন । একই সাথে ১০০ জনের বেশী মানুষের উপস্থিতিতে কোন অনূষ্ঠান না করতে অনুরোধ জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে সীমিত পরিসরে কিন্তু আড়ম্বরপূর্ণ পরিবেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎসব উদযাপন করা হলো ।

১৬ই মার্চ বিকেল পাঁচটায় দূতাবাস প্রাঙ্গনে শুরু হওয়া মূল অনুষ্ঠানের প্রথম পর্বে ব্রাসিলিয়া প্রবাসী বাংলাদেশী শিশুরা বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর উপর চিত্রাংকন করে। ব্রাসিলিয়া প্রবাসী প্রায় সকল অভিবাসী বাংলাদেশী শিশু চিত্রাংকন পর্বে অংশগ্রহণ করে। বাংলাদেশ ও ব্রাজিলের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠানের শুরুতেই ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পবিত্র কুরআন থেকে তেলওয়াতের পর বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের সকল শহীদ, ১৫ আগষ্টে নির্মম হত্যাকান্ডে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ, মহান ভাষা আন্দোলন সহ গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আত্মত্যাগকারী সকলের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের ক্রমঅগ্রসরমান আর্থ-সামাজিক উন্নয়নের অব্যাহত অগ্রযাত্রা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর বঙ্গবন্ধুর ওপর নির্মিত অনেকগুলো আলেখ্যচিত্র প্রদর্শিত হয়। উপস্থিত সুধীবৃন্দ প্রদর্শিত ভিডিও চিত্রগূলো মুগ্ধতার সাথে উপভোগ করেন।

দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত আলোচনাপর্বে ব্রাজিল-প্রবাসী বাংলাদেশের অভিবাসীরা এবং দূতাবাসের কর্মকর্তাগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনার উল্লেখ করে স্বাধীনতা অর্জনে তাঁর অবিস্মরনীয় অবদানের উপর আলোকপাত করেন। বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আজকের প্রজন্মের প্রতিনিধি যুবক সবাই এ প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।  বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার মাধ্যমেই বঙ্গবন্ধুর স্মৃতিতে সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব  বলে তাঁরা মত প্রকাশ করেন।

রাষ্ট্রদূত মোঃ জুলফিকার রহমান তাঁর সমাপনী বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন এবং আমাদের স্বাধিকার আন্দোলনে তাঁর ত্যাগ-তিতিক্ষা এবং অপরিমেয় অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হিসেবে উল্লেখ করে ১৯৪৭ সাল থেকে  আমাদের স্বাধীনতা আন্দোলনের ঐতিহাসিক পটভূমি বিশ্লেষণ করে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন যে, বঙ্গবন্ধু ১৯৪৮ সালেই উপলব্ধি করেছিলেন যে পাকিস্তান রাষ্ট্র বাঙ্গালীর আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না। তখন থেকেই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি কাজ করে গেছেন । ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণে পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাঙ্গালী জাতিকে সশস্র মুক্তিযুধের জন্য প্রস্তুত থাকার দিক নির্দেশণা প্রদান করেন।

রাষ্ট্রদূত জুলফিকার রহমান আরো বলেন যে, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশেই আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল।  তিনি বলেন যে, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক। বঙ্গবন্ধু আজ ১৭ কোটি বাঙালির গর্ব।  তাঁর নেতৃত্বে পরিচালিত ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাঁর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ আজ সমগ্র মানবজাতির সম্পদ। আজ জাতিসংঘের মাধ্যমে  তাঁর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে সারা বিশ্বে। এসবই বাঙালি জাতির জন্য  গর্বের বিষয়। এ প্রেক্ষাপটে জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধুর বিষয়ে ঐক্যমত প্ৰতিষ্ঠা ও দেশগঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য  তিনি সকলকে আহবান জানান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের  কথা শ্রদ্ধাভরে উল্লেখ করে রাষ্ট্রদূত জুলফিকার রহমান সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহবান জানান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ  উদযাপনের মাধ্যমে বাংলাদেশের নাগরিকগণ, বিশেষ করে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন ।

রাষ্ট্রদূত উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে ঘোষণা করেন যে, প্রবাসী এবং অভিবাসী বাংলাদেশীরা আগ্রহী হলে দূতাবাস একটি সাপ্তাহিক বাংলা স্কুল চালু করার উদ্যোগ নিতে পারে, যেখানে আমাদের শিশুরা বাংলা ভাষা শেখার পাশাপাশি বাংলা গান, কবিতা আবৃত্তি এবং চিত্রাংকন শিখতে পারবে। দূতাবাসের কর্মকর্তা এবং দূতাবাস পরিবারের সদস্যরাই প্রস্তাবিত বাংলা স্কুলে শিক্ষা প্রদান করবেন। উপস্থিত সুধিমন্ডলী তুমুল করতালির মাধ্যমে ব্রাসিলিয়ায় বসবাসরত বাঙালি শিশুদের বাংলা ভাষা ও বাঙালি সংষ্কৃতি শিক্ষার জন্য রাষ্ট্রদূতের এ উদ্যোগকে স্বাগতঃ জানান।

অনুষ্ঠানের শেষ অংশে মান্যবর রাষ্ট্রদূত সমবেত শিশুদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটেন।  চিত্রাংকন পর্বে অংশ নেয়া সকল শিশুদের মাঝে রাষ্ট্রদূত পুরষ্কার বিতরণ করেন। রাষ্ট্রদূত আরও ঘোষণা করেন যে, কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হলে বৃহৎ পরিবেশে আরো আড়ম্বরপূর্ণ পরিবেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর  স্থগিত অনুষ্ঠানগুলির আয়োজন করা হবে।

১৭ মার্চ সকাল ১০টায় দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মান্যবর রাষ্ট্রদূত দূতাবাসের সকলকে নিয়ে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালা উপভোগ করেন।

http://www.anandalokfoundation.com/