13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বোদায় সজিনার গ্রাম প্রতিষ্ঠা

admin
April 28, 2016 12:36 am
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ “সজনের ডাঁটায় ভরে গেছে গাছটা, খোকা কবে আসবি, কবে তোর ছুটি” কবি আবু জাফর ওবায়দুল্লার ‘মাগো ওরা বলে’ কবিতার মতো পঞ্চগড়ের বোদা উপজেলার বালাভীড় গোয়ালপাড়া গ্রামে সজিনার গ্রাম প্রতিষ্ঠা করা হয়েছে।

কৃষক/কৃষাণীদের উদ্ধুদ্ধ করনের মাধ্যমে সজিনার গাছ রোপনের সাথে এই কার্যক্রম শুরু করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বুধবার বালাভীড় গোয়ালপাড়া গ্রামকে এই সজিনার গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করেন। বালাভীড় গোয়ালপাড়া গ্রামের ১কিঃমিঃ রাস্তার দু’পাশে সজিনার গাছ রুপনের মাধ্যমে সজিনা গ্রাম কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল।
এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন-অর-রশিদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, উপজেলা প্রকৌশলী, উপজেলা মৎস্য কর্মকর্তা, সমবায় কর্মকতা, সাংবাদিকসহ এলাকার শত শত কৃষক/কৃষাণীরা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/