× Banner
সর্বশেষ
টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা

বোদায় সজিনার গ্রাম প্রতিষ্ঠা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ “সজনের ডাঁটায় ভরে গেছে গাছটা, খোকা কবে আসবি, কবে তোর ছুটি” কবি আবু জাফর ওবায়দুল্লার ‘মাগো ওরা বলে’ কবিতার মতো পঞ্চগড়ের বোদা উপজেলার বালাভীড় গোয়ালপাড়া গ্রামে সজিনার গ্রাম প্রতিষ্ঠা করা হয়েছে।

কৃষক/কৃষাণীদের উদ্ধুদ্ধ করনের মাধ্যমে সজিনার গাছ রোপনের সাথে এই কার্যক্রম শুরু করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বুধবার বালাভীড় গোয়ালপাড়া গ্রামকে এই সজিনার গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করেন। বালাভীড় গোয়ালপাড়া গ্রামের ১কিঃমিঃ রাস্তার দু’পাশে সজিনার গাছ রুপনের মাধ্যমে সজিনা গ্রাম কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল।
এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন-অর-রশিদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, উপজেলা প্রকৌশলী, উপজেলা মৎস্য কর্মকর্তা, সমবায় কর্মকতা, সাংবাদিকসহ এলাকার শত শত কৃষক/কৃষাণীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..