মধুখালী প্রতিনিধি মোঃ সহিদুল ইসলাম: বেলা ৪.৩০ মিনিটের সময় মধুখালী পৌর সভার মধ্যে বৈকন্ঠপুর মহিলা সমবায় সমিতি লিঃ এর সভানেত্রী শাহানাজ এর উপস্থিতিতে সমিতির ১১০ জন অসহায় গরীব সদস্যর মধ্যে ২৫জন সদস্যর শীত বস্ত্র কম্বল বিতরণ করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার ও উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসের সি.এ মোঃ আবুল কালাম ও সমবায় অফিসের মোঃ হাবিবুর রহমান এবং আর.এফ.আই.সি, ডিপি কর্মকর্তা মিঃ স্বপন বল্লভ সহ প্রমূখ।
এই সমিতির মাধ্যমে সদস্যগণ উৎপাদন মূখী কাজে জড়িত হয়ে বিভিন্ন উৎপাদন কর্মকান্ডের কাজ চালিয়ে যাচ্ছে। তাই উপজেলা সমবায় অফিসার এই সমিতিকে একটি উৎপাদনমুখী সমবায় সমিতি লিঃ হিসাবে চিহ্নিত করেন