× Banner
সর্বশেষ
আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া

বেহালায় সুরের ঝংকার

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

মঞ্চে উপবিস্ট একদল শিল্পী। সেখানে তারা কণ্ঠে নয়, বেহালায় তুলছেন সুর। বেহালার সুরে পরিবেশন করেন বৃন্দ বাদন ‘আকাশ ভরা সূর্য তারা’। সুরের এ মূর্ছনায় বুঁদ হয়ে আছেন দর্শকরাও। এভাবেই বেহালায় সুরের ঝংকার তোলেন ভায়োলিনিস্ট চট্টগ্রাম’র একঝাঁক শিল্পী।

শুক্রবার রাতে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বসে বেহালা ও সঙ্গীতের এ আসর। চট্টগ্রামের বেহালা বাদকদের গ্রুপ ভায়োলিনিস্টস চট্টগ্রামের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে এ বেহালা বাদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেহালা বাদনের এ আসরে ভিড় জমিয়েছিলেন সঙ্গীত প্রেমীরা।

আড়ানা ও দূর্গা খাম্বাজের বৃন্দ বাদন দিয়ে এ সুরেলা সন্ধ্যার সূচনা করা হয়। একক রাগ পরিবেশন করেন প্রকৌশলী শয়ন চন্দ্র দাস (রাগ শিবরঞ্জনী), হোময়রা আফরাঈম (রাগ মালকোষ) ও ডা. সন্দীপন দাস (রাগ পাহাড়ী)।

সমর কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লেখিকা ফেরদৌস আরা আলীম। এতে বিশেষ অতিথি ছিলেন সদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক স্বর্ণময় চক্রবর্তী, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ভায়োলিনিস্ট চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক প্রিয়তোষ বড়ুয়া।

অনুষ্ঠানে গিটার শিল্পী বাবুল কান্তি দেকে ভায়োলিনিস্ট চট্টগ্রামের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের একক রবীন্দ্র সঙ্গীত ‘জাগরণে যায় বিভাবরী’ পরিবেশন করেন নাবিলা নুসরাত, ‘আমার প্রাণের মানুষ’ পরিবেশন করেন পর্ণা বড়ুয়া, ‘এই করেছ ভাল নিঠুর হে’ ডা. তন্ময় সরকার, ‘কতবার ভেবেছিনু’ ডা. স্বরবীথি বড়ুয়া, দাঁড়িয়ে আছ তুমি আমার’ শুভ্রা বর্মন এবং ‘বিরহ মধুর হলো আজি’ পরিবেশন করেন পরাগ মুৎসদ্দী।

লোক সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ফাল্গুনী বর্মন। একক আধুনিক গান ‘ওরে নীল দরিয়া’ পরিবেশন করেন রওনাক ইবতিসামা চৌধুরী, ‘নিশি রাত বাঁকা চাঁদ’ আনিলা নওশীন মাহিতা, ‘আমি রজনীগন্ধা ফুলের মত’ শাকিলা পারভীন এবং ‘আকাশ এত মেঘলা’ রাহেলা রিজওয়ানা চৌধুরী ঊর্মি। বৃন্দ বাদন রাগ হাম্বির দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবীর পাল ও সঞ্চিতা বড়ুয়া।


এ ক্যটাগরির আরো খবর..