14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল পৌরমেয়রের পূজামন্ডপ পরিদর্শন

admin
October 10, 2016 8:20 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: ধর্ম যার- যার উৎসব কিন্তু সবার হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা মহা নবমীতে সোমবার সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল পাঠবাড়ি পূজা মন্ডপ থেকে শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে শার্শা উপজেলার সকল পূজা মন্ডপে ছুটে যান যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেযর আশরাফুল আলম লিটন।

বেনাপোল পৌর মেযর পুজামন্ডপ এলাকায় গেলে হিন্দু সম্প্রদায়ের লোকেরা আনন্দে আবেগ আল্পুত হয়ে তাকে জড়িয়ে ধরে। তাদের চোখে মুখে খুশির বন্যা বেয়ে যেতে দেখা যায়।

শার্শা উপজেলার ২৬ টি পূজা মন্ডপ পরিদর্শন এর সময় পৌর মেয়রের সাথে ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, শার্শা উপজেলা দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, সুকুমার দেবনাথ, যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন, দপ্তর সম্পাদক আরিফুর রহমান  প্রমুখ।

শার্শার নাভারন, বাঁগআচড়া, কায়বা গোগা, কাগজপুকুর ,লক্ষনপুর, ডিহি সহ মোট ২৬টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। পুজা মন্ডপে ভক্ত অনুরাগীরা এসময় মেয়র আশরাফুল আলমের সাথে শুভেচ্ছা বিনিময় করে তাদের পূজা মন্ডপ ঘুরে দেখান। এসময় মেয়র পূজা মন্ডপের সার্বিক কোন সমস্যা আছে কিনা তার খোজ খবর নেন।

এসময় তিনি প্রশাশনের কাছে দাবি করেন কোন রকম দুর্ঘটনা যাতে না ঘটতে পারে। হিন্দু সম্প্রদায়ের বড় এ উৎসবে সকল প্রশাশনিক কর্মকর্তা ও আনছারদের স্ব-স্ব ¯া’নে থেকে তাদের দায়িত্ব পালনের আহবান জানান।

http://www.anandalokfoundation.com/