13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল পাঠবাড়ি আশ্রমে শারদীয়া দূর্গাপূজা প্রতিমা তৈরীর কাজ শুরু হয়েছে

admin
August 31, 2017 6:11 am
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোল :  নামাচার্য্য শ্রী শ্রী ব্রক্ষ হরিদাস ঠাকুর পাঠবাড়ি আশ্রম, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দূর্গাপূজা শুরু হবে ২৫শে সেপ্টেম্বার থেকে। সে হিসেবে শারদীয়া দূর্গাপূজার আর একমাসও দেরী নেই।পুরোদমে এগিয়ে চলছে প্রতিমা তৈরীর কাজ। মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কাজে।

দিনরাত কাজ করে চলছেন মৃৎশিল্পীরা। বাঁশ, কাদামাটি, খড়, সুতালি,রং দিয়ে মনের মাধুরী মিশিয়ে সুনিপুণ হাতে প্রতিমা তৈরী করছেন মৃৎশিল্পীরা। শার্শা উপজেলা বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে একই চিত্র।

বেনাপোল পাঠবাড়ি মন্দিরের মৃৎশিল্পীরা হলেন সাতক্ষীরা জেলার আশাশুনি থানার  কানায় চন্দ্র পাল জানান, একটি দূর্গা প্রতিমা বানাতে ৪-৫ জন লোকের এক থেকে দেড় মাস সময়ের প্রয়োজন হয়। দূর্গা প্রতিমা বানাতে খরচ হয় প্রায় ৩০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা। সব মিলিয়ে মোট খরচ হবে ১লক্ষ ৪০ হাজার থেকে ১লক্ষ ৮৫ হাজার টাকা।আমরা মন্দির কমিটির সাথে চুক্তি অনুযায়ী প্রতিমা বানিয়ে দিই।এ সময় বেনাপোল পাঠবাড়ি আশ্রমে সরজমিনে গিয়ে যুব পরিষদ পাঠবাড়ি আশ্রমের দপ্তর সম্পাদক কিশোর কুমার দেবনাথের কাছ থেকে এই তথ্য গুলো জানতে পারি।

তিনি বলেন প্রতি বছরের  মত এবারও জমজমাট ও জাকজমকপৃর্ন ভাবে নিরাপত্তার বেষ্টনী মধ্যে থাকবে,বেনাপোল পাঠবাড়ি আশ্রমের চারপাশে সি¬,সি ক্যামেরা আওতাভুক্ত রয়েছে।

http://www.anandalokfoundation.com/