বেনাপোল প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধায় বেনাপোল বাজার থেকে বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে বিশাল র্যালি নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ধীরে ধীরে পা রেখে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করল বাংলাদেশ আওয়ামীলীগ সহ এর অংগ সংগঠনগুলি। পুস্প স্তাবক অর্পন করার পর দেখা যায় সকলের শহীদদের প্রতি অকৃত্রিম ভালোবাসার অনুভুতি।
একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যায় ও ফুটে উঠলো তাদের মধ্যে থেকে।
বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন বলেন জাতীয় পতাকা আমাদের গৌরব। এক সাগর রাক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। আর যাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছে তাদের শ্রদ্ধা জানাতেই আমাদের এ আয়োজন।
শনিবার সকাল সাড়ে ৭ টার সময় বেনাপোল বাজার থেকে মহান স্বাধিনতা দিবসে ২ কিলোমিটার হেটে কাগজপুকুর শহীদ স্মৃতীবেদীতে পুস্প স্তবক অর্পন করা হয়।
বেনাপোল পৌর আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্কুল কলেজ এর ছাত্রছাত্রীরা বেনাপোল পুলিশ ইমিগ্রেশন পোর্ট থানা আনসার সদস্য সহ সর্বোস্তরের মানুষ অকৃত্রিম ভালোবাসায় ধীর গতিতে হেটে পুস্প স্তাবক অর্পন করে গভীর বিনম্র শ্রদ্ধায়।