মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপ-জেলার ফতেপুর জাগ্রত ক্লাবের উদ্যোগে বুড়িপোতা ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান শাহ জামালকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫ টার সময় জাগ্রত ক্লাব প্রাঙ্গনে ওই সংবর্ধনা দেওয়া হয়।
ফতেপুর জাগ্রত ক্লাবের সভাপতি শাহজাহান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহ জামাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জফেতুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ, বিশিষ্ট সমাজ সেবক বাবলু বিশ্বাস, বুড়িপোতা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আল মামুন প্রমুখ।