13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব অর্থনৈতিক মন্দার কবলে পড়তে পারে : বিশ্ব ব্যাংক প্রধান ডেভিড ম্যালপাস

ডেক্স
May 26, 2022 12:46 pm
Link Copied!

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রভাবে খাদ্য, জ্বালানি ও সারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় বিশ্ব অর্থনৈতিক মন্দার কবলে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব ব্যাংক প্রধান ডেভিড ম্যালপাস।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনে নতুন করে একের পর এক লকডাউন ঘোষণাও অর্থনীতির গতি শ্লথ করে দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বুধবার যুক্তরাষ্ট্রে এক বাণিজ্যিক আয়োজনে দেওয়া বক্তব্যে ম্যালপাস বলেন, “বৈশ্বিক জিডিপির বর্তমান যে অবস্থা…এই মন্দা এড়ানোর পথ খুঁজে বের করাটা কষ্টকর হবে।”

তিনি বলেন, “শুধু জ্বালানির দাম দ্বিগুণ করার ধারণাই মন্দা বাড়ানোর জন্য যথেষ্ট।”

তবে জিডিপি নিয়ে তিনি কোনো পূর্বাভাস দেননি। বাড়তে থাকা অর্থনৈতিক ঝুঁকি যখন বিশ্বকে চোখ রাঙাচ্ছে, তখনই এই হুঁশিয়ারি এলো বিশ্ব ব্যাংক প্রধানের কাছ থেকে।

গত মাসে বিশ্ব ব্যাংক বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমিয়ে তিন দশমিক দুই শতাংশ হতে পারে বলে আভাস দিয়েছিল।

http://www.anandalokfoundation.com/