13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে ৫০০ কোটি ডাউনলোডের মাইলফলক ফেসবুকের

admin
October 8, 2019 2:30 pm
Link Copied!

গুগলের অ্যাপ বাদে বাইরের কোনো অ্যাপ হিসেবে বৈশ্বিক পর্যায়ে ৫০০ কোটির মাইলফলক পেরোল ফেসবুক। গুগল সামাজিক যোগাযোগের মাধ্যম চালু করার বেশ কয়েকবার প্রচেষ্টা চালিয়েছে। তবে ফেসবুক ব্যবহারকারীদের টেনে আনতে পারেনি।

অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসে ৫০০ কোটি ডাউনলোডের মাইলফলক পেরিয়েছে ফেসবুক অ্যাপ। সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে কোনো কিছু গুগল জনপ্রিয় করতে না পারার পুরো সুবিধা পেয়েছে ফেসবুক।

৫০০ কোটি ডাউনলোডের মাইলফলক পেরোনো অন্য অ্যাপগুলো মধ্যে অন্যতম হচ্ছে— গুগল ক্রোম, জি-মেইল, ইউটিউব, গুগল ম্যাপস, গুগল সার্চ ও গুগল টেক্সট টু স্পিচ।

গুগলের বিভিন্ন অ্যাপ মোবাইল ফোনে প্রি-ইন্সটল থাকে। কিন্তু স্যামসাংয়ের ফোন বাদে অন্য স্মার্টফোনে ফেসবুকের অ্যাপ প্রিইনস্টল করা না থাকায় ফেসবুকের জন্য এটি বিশাল অর্জন।

http://www.anandalokfoundation.com/