× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

আঞ্চলিক প্রতিনিধি

বিএনপি নেতার চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্রদলের সংবাদ সম্মেলন

অনলাইন ডেক্স
হালনাগাদ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
ছাত্রদলের সংবাদ সম্মেলন

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ আহমেদের সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে তাকে দল থেকে আজীবনের জন্য বহিস্কারের দাবিতে রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চরবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সোহাগ হোসেন বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের পরে তার দোসরদের নিয়ে বেপরোয়া হয়ে উঠেছেন চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ আহমেদ। তিনি আরও বলেন, পুরো চরবাড়িয়া ইউনিয়নজুড়ে চাঁদাবাজি ও দখলদারিত্ব শুরু করেছে সুরুজ আহমেদ। তিনি তালতলী-পাতারহাট রুটের স্পিড ঘাট দখল করে ব্যাপক চাঁদাবাজি শুরু করেছেন। যেকারণে ওই রুটে চলাচলকারী স্পিডবোট চালক ও মালিকরা তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছেন।

এছাড়াও চরবাড়িয়া ইউনিয়নে অবৈধ বালুর ব্যবসা নিয়ন্ত্রণ, তালতলী বন্দরে থাকা দুইটি পুকুর দখল করে মাছ চাষ শুরু করেছেন। চরবাড়িয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এর প্রতিবাদ করায় সুরুজ আহমেদ আরো বেপরোয়া হয়ে ওঠেন।

লিখিত বক্তব্যে সোহাগ হোসেন আরও বলেন, সুরুজ ও তার ভাই রমিজ গত বৃহস্পতি এবং শুক্রবার রাতে প্রকাশ্যে ধারালো অস্ত্রসহ তালতলী বন্দরে একাধিকার মহড়া দিয়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এসময় চরবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল সিকদারকে ধরে নিয়ে হাতুড়ি পেটা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে বন্দরে ফেলে যায়। তিনি (রেজাউল) বর্তমানে শেবাচিম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় কাউনিয়া থানায় মামলা দায়ের করা সত্বেও রহস্যজনক কারণে পুলিশ কোন আসামিকে গ্রেপ্তার করেননি।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে চরবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম সাজ্জাদ, সহ-সভাপতি জয়নাল আবেদীন জীবন, শাহরিয়ার তন্ময় নবীন, শফিকুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সজীব, ইউনিয়ন যুবদলের আহবায়ক বশির শিকদারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তবে সংবাদ সম্মেলনে আনীত সকল অভিযোগ অস্বীকার করে সুরুজ আহমেদ বলেন, আমি তালতলী বাজার কমিটির নির্বাচিত সভাপতি। পাশাপাশি চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী। অপরদিকে ছাত্রদল নেতা সাজ্জাদের বাবাও একই পদপ্রার্থী। ফলে রাজনৈতিকভাবে আমাকে হেনস্তা ও পদবঞ্চিত করার জন্য মিথ্যে অপপ্রচার করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..